Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থানান্তর দীর্ঘসূত্রতায় পুরান ঢাকায় কেমিক্যাল কারখানা এখনো চালু

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

স্থানান্তর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতায় পুরান ঢাকায় বেআইনিভাবে এখনো কেমিক্যাল কারখানা চালু রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগরীর ৫৯ নম্বর ওয়ার্ডস্থিত মোহাম্মদবাগ ভূগর্ভস্থ পয়ঃনালী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
তাপস বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা ও গুদাম সরাতে সিটি করপোরেশন যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমরা ২০১৭ সালের পর থেকে আর কোন ট্রেড লাইসেন্স দিচ্ছি না। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে, স্থানান্তর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে বেআইনিভাবে এখনো কেমিক্যাল কারখানা ও গুদাম চালু রয়েছে। স্থানান্তরে ব্যাবসায়ীরাও বিভিন্ন ধরনের অযুহাত দিচ্ছে জানিয়ে ঢাদসিক মেয়র বলেন, ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রাখা সত্ত্বেও ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে। তারা কোথায় স্থানান্তর হবে, স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাদের জায়গার ব্যবস্থা করা হয়নি, এরকম বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে। কিন্তু আমরা কঠোর রয়েছি। আমরা অন্যান্য কর্তৃপক্ষকে অনুরোধ করব, তারা যেন সরেজমিনে এগুলো পরিদর্শন করে এবং যেগুলো বেআইনিভাবে পরিচালিত হচ্ছে সেগুলো অচিরেই বন্ধ করে দেয়।
মেয়র বলেন, শ্যামপুর খালের এই অনেক অংশ এখনো দখল অবস্থায় আছে। আমরা তা দখল মুক্ত করবো। এখানকার এই সেতুটা দীর্ঘ ৪০ বছর আগে এলজিআইডি’র করা। এখানে আমরা নতুন করে সেতু নির্মাণ করবো, যাতে করে পানির প্রবাহটা একদম নিশ্চিত হয় ও খালটি প্রশস্ত হয়। এছাড়াও এই সেতুর নীচ দিয়ে যাতে নৌকা চলাচল করতে পারে। এর আগে মেয়র ৪২ নং ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর (এসটিএস) কেন্দ্রের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ