Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের কর্মব্যস্ত চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার এবং পণ্য পরিবহন শুরু হয়েছে পুরোদমে। বেসরকারি ডিপো থেকে রফতানিমুখী পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলা হচ্ছে। টানা চার দিন পর আবারও পুরোদমে কর্মব্যস্ত হয়ে উঠেছে দেশের এ প্রধান সমুদ্র বন্দর। চিরচেনা রূপে ফিরেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
সোমবার রাতে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকের পর পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। এরপর রাত থেকেই ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, লরি বন্দরে প্রবেশ করতে থাকে। ধর্মঘট প্রত্যাহার হওয়ার আশায় আগে থেকে প্রস্তুত ভারী যানবাহনগুলো গন্তব্যের উদ্দেশে ছুটে যায়।
সরকারি সিদ্ধান্তে গত ৩ নভেম্বর মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে শুরু হয় টানা পরিবহন ধর্মঘট। রোববার গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকে। এতে টানা চার দিন পণ্য পরিবহন বন্ধ থাকায় বন্দর অচলাবস্থার মুখে পড়ে। বেসরকারি ডিপোতে জমতে থাকে রফতানিমুখী পণ্যবোঝাই কন্টেইনার।
ধর্মঘট প্রত্যাহারের পর সোমবার রাত ১০টার পর থেকে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন শুরু হয়। আমদানি পণ্যবোঝাই কন্টেইনারগুলো চট্টগ্রাম বন্দর থেকে বের হতে শুরু করে। অন্যদিকে রফতানি পণ্যবোঝাই কন্টেইনারগুলো বিভিন্ন ডিপো থেকে বন্দরমুখী হয়। ফলে জাহাজে পণ্য ওঠানামায়ও গতি ফিরে আসে। এতে স্বস্তিতে বন্দর ব্যবহারকারীসহ আমদানি-রফতানিকারকেরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ