পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ববি হাজ্জাজ বলেছেন, আমদানি নির্ভর হবার কারণেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে। পূর্বঘোষণা ছাড়াই লিটারপ্রতি ১৫টাকা ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে যাত্রী ও পণ্যপরিবহনের খরচ বাড়বে। সেচ খরচসহ কৃষি পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম আরেকদফা বাড়বে। দেশের জনগণের স্বার্থে জ্বালানি এবং এলপিজি সিলিন্ডারের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের লজ্জাজনক ব্যর্থতার কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। দেশেব্যাপী ইউপি নির্বাচনে সহিংসতা আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার রেকর্ড প্রমাণ করছে দেশের গণতন্ত্র আর জনগণের ভোটাধিকার আজ যাদুঘরে নির্বাসিত। সরকারকে মনে রাখতে হবে আপনারা আচরণ পরিবর্তন করে জনগণের কাতারে না দাঁড়ালে অদূর ভবিষ্যতে নিজেরাই অস্তিত্ব সঙ্কটে পড়বেন।" আজ শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা কমিটির পরিচিতি সভায় ববি হাজ্জাজ এসব কথা বলেন। থানা কমিটিসমূহের সমন্বয়ক অলি উর রহমান সুমনের সভাপতিত্বে রাজধানীর বংশালে অনুষ্ঠিত উক্ত পরিচিতি সভায় এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা ,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন,দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুসেইন মো. শাহাদাৎ। এছাড়াও এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, নবগঠিত থানা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহাবয়াক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।