Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বতন্ত্র প্রার্থীর উপর আ.লীগের প্রার্থীর হামলা : আহত ৫

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মাদারীপুরের ডাসার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাজী ও তার কর্মী সমর্থকদের স্থানীয় কমলাপুর বাজারের নির্বাচর্নী প্রচারণাকালে গতকাল মঙ্গলবার আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ভাসাই শিকদার ও তার সমর্থকরা হামলা চালিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর ৪ জন সমর্থকসহ এক নারী সাংবাদিক আহত হয়েছেন। ঘটনায় ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টা পর্যন্ত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ডাসার ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাজী জানান, একটি মোটরসাইকেলে আমার ভাই ও ২ জন সমর্থকদের নিয়ে ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে কমলাপুর বাজারের সামনে পৌঁছালে নৌকা প্রার্থীর সমর্থকরা আমার ভাই ও সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমাকেসহ সমর্থকদের রড, লাঠি ও বাটাম দিয়ে মারপিট শুরু করে। এসময় নৌকা প্রার্র্থীর সমর্থকের লোকজন আমাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আমার ৪ কর্মীসহ মাদারীপুরে কর্মরত নারী সাংবাদিক সুইটি আক্তার আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
আ.লীগের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ভাসাই শিকদার পাল্টা অভিযোগ করে বলেন বরং সবুজ কাজীর লোকজনই কমলাপুর বাজারে আমার কর্মীদের উপর হামলা করেছে। সে এলাকায় সন্ত্রাসীর রাজত্ব করতে চায়।
হামলায় আহত সাংবাদিক সুইটি আক্তার জানান, সংঘর্ষের ঘটনায় ব্যক্তিগত মোবাইল দিয়ে ছবি তুলতে গেলে বিক্ষুদ্ধরা লোকেরা মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার মোবাইল নিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে কয়েকটি বাড়ি তল্লাশি করে গজারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ