পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ব্যাংকের পরিচালনা পরিষদের ১২৯তম সভায় বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান সর্বসম্মতিক্রমে পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মিজানুর রহমান ব্যাংকের একজন স্পন্সর ডিরেক্টর এবং তিনি পরিষদের বিভিন্ন কমিটি সমূহে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। মিজানুর রহমান একজন সফল শিল্পোদ্যোক্তা যাঁর আবাসন, গৃহায়ণ, নির্মাণ, শিল্প এবং গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ রয়েছে। তিনি দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তাঁর গতিশীল নের্তৃত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর। মুন গ্রুপ বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম শিল্প গ্রুপ হিসেবে বহুল পরিচিত। সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন ধরণের আর্থসামাজিক ও জনকল্যাণ মূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।