পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্কয়ার টেক্সটাইলস-কে সহায়তার মাধ্যমে স্থানীয়ভাবে দেশে প্রথমবারের মতো টেকসই ট্রেড ফাইন্যান্স লেনদেন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর মাধ্যমে একটি লেটার অব ক্রেডিট লেনদেনের আওতায় স্কয়ার টেক্সটাইলস তাদের স্থানীয় গ্রাহক প্রতিষ্ঠান ইকোটেক্স লিমিটেড-কে টেকসই তুলা থেকে তৈরি সুতা সরবরাহ করেছে।
স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, বেটার কটন ইনিশিয়েটিভ-এর (বিসিআই) উৎপাদনকারী সদস্যদের থেকে সর্বোৎকৃষ্ট মানের তুলা সংগ্রহ করে টেকসই সুতা তৈরি করে। বিসিআই বিশ্বের সর্ববৃহৎ কটন সাসটেইনাবিলিটি প্রোগ্রাম। মাটির উর্বরতা, উন্নত সেচ-ব্যবস্থা, নির্গমন হ্রাস সহ অন্যান্য সামাজিক কাজে ও প্রচারে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদের নিবন্ধন ও স্বীকৃতি প্রদান করে বিসিআই।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর টেকসই ট্রেড ফাইন্যান্স দ্বারা ফিজিক্যাল সাপ্লাই চেইনে টেকসই উৎপাদন কার্যক্রম সনাক্ত করে এই কার্যক্রমকে তরান্বিত করতে যথাযথভাবে মূলধন পরিচালনা করা হয়। বিসিআই-এর মতো অনুমোদিত সংস্থা থেকে সার্টিফাইড টেকসই পণ্যের জন্য অর্থায়ন এই কাঠামোর একটি অন্যতম স্তম্ভ।ইকোটেক্স লিমিটেড একটি তৈরি-পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ও বিসিআই-এর একটি সদস্য। ইকোটেক্স টেকসই ভাবে উৎপাদিত সুতা দিয়ে কাপড় তৈরি করে বৈশ্বিক বাজারে বিক্রয় করে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, “আমাদের উদ্দেশ্য হলো এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য টেকসই এবং দায়িত্বশীল সেরা ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। বাংলাদেশী টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে এই লক্ষ্য বাস্তবায়নে এটি একটি বড় পদক্ষেপ।” তিনি আরও বলেন, “যেহেতু আরএমজি সেক্টর বিশ্বের অন্যতম বৃহত্তম পোশাক রপ্তানিকারক, তাই এখানে স্কয়ার টেক্সটাইলস ও ইকোটেক্সের মতো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নির্মাতাদের টেকসই ট্রেড ফাইন্যান্সের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে আমি মনে করি। কটন সাপ্লাই চেইন জুড়ে টেকসইতা প্রচারের এটিই সুবর্ণ সুযোগ। স্কয়ার টেক্সটাইলস এবং ইকোটেক্স-এর মধ্যকার এই নতুন সূচনায় অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। উভয় প্রতিষ্ঠানই টেকসইতার বিষয়ে অত্যন্ত সচেতন, যা এই অংশীদারিত্বকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”
স্কয়ার টেক্সটাইলস-এর চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, “যেকোন উৎপাদন ব্যবসায় পরিবেশ দূষণমুক্ত রাখা ও টেকসইতা হলো মূল বিবেচ্য বিষয়। স্কয়ার গ্রুপ-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান হিসেবে পণ্যের টেকসইতা নিশ্চিতে আমরা মোটা অংকের বিনিয়োগ করেছি। আমরা বিসিআই-এর উৎপাদনকারী সদস্যদের কাছ থেকে টেকসই তুলা সংগ্রহ করে সুতা বানিয়ে রপ্তানিকারকদের নিকট বিক্রয় করছি। এইভাবে আমরা টেক্সটাইল ও গার্মেন্টসের এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইন জুড়ে অবদান রাখছি।” তিনি আরও বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড-কে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। তাদের টেকসই ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম দ্বারা আমরা বেশ উপকৃত হয়েছি। এমন উদ্যোগ বাংলাদেশে প্রথম, আর তাই স্ট্যান্ডার্ড চার্টার্ড-কে অভিনন্দন। এই লেনদেনের অংশ হতে পেরে স্কয়ার গ্রুপ গর্বিত।”
ইকোটেক্স লিমিটেড-এর পরিচালক মোহাম্মদ বিন কাসেম বলেন, “পরিবেশের প্রতি ইকোটেক্স সর্বদাই দায়িত্বশীল। তাই আমরা পণ্য তৈরিতে সর্বোৎকৃষ্ট তুলা দিয়ে বানানো সুতা এবং কাপড় ব্যবহার করি। আমাদের অধিকাংশ রিটেইলারই বিসিআই-এর সদস্য। কারণ ভোক্তারা ক্রমশই পরিবেশ সচেতন হয়ে উঠছে। তাই বিশ্বব্যাপী রিটেইলাররা এখন পরিবেশবান্ধবভাবে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথেই ব্যবসায় করতে চায়। স্ট্যান্ডার্ড চার্টার্ডের টেকসই ট্রেড ফাইন্যান্সিং প্রোগ্রামের ফলে আমাদের এই উদ্যোগে বিশেষ সাহায্য হয়েছে। টেকসই বাণিজ্য অর্থায়নের অবদানের জন্য তাদের অভিনন্দন।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক ব্যাংক যারা দেশের ব্যাংকিং শিল্পে নতুন পণ্য এবং সেবা চালুর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এর মধ্যে টেকসই ট্রেড ফাইন্যান্স বাংলাদেশে প্রথম হিসেবে ব্যাংকটির সাম্প্রতিক উদ্যোগ। এছাড়া ব্যাংকটি গত বছর দেশে ‘প্রথম’ ব্লকচেইন লেটার অব ক্রেডিট প্রণয়ন করে। বাংলাদেশ থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-ই প্রথমবার লেটার অব ক্রেডিট ইস্যু করে এবং সেই থেকে ব্যাংকটি এই সেক্টরে শীর্ষস্থান বজায় রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।