Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে কথা বলার স্বাধীনতা নেই : এ্যানি চৌধুরী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৮:৫৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়াউর রহমান দেশের জনপ্রিয় ও সফল রাষ্ট্র প্রধান ছিলেন। তার আদর্শেই আমরা রাজনীতি করি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন জিয়াউর রহমানের ডুপলিকেট। জিয়াউর রহমানের মতোই তিনি রাজনীতি পরিচালনা করছেন। তার নেতৃত্বে শেখ হাসিনার পতন নিশ্চিত করাই আমাদের টার্গেট।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় নিজ বাসভবনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ্যানি নবগঠিত লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক। সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ্যানি আরও বলেন, দেশে কথা বলার স্বাধীনতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। আমাদের দায়িত্ব এ স্বাধীনতা প্রতিষ্ঠা করা। আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।

কুশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ