Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্গো ট্রাক-পিকআপে মাদক বিক্রি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৪৬ এএম

 ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- মো. ইসমাইল হোসেন (৩০) ও মো. নূর করিম (৩৮)। র‌্যাব বলছে, কার্গো ট্রাক ও পিকআপে করে অন্যান্য মালামাল পরিবহনের আড়ালে মাদককারবারিরা গাঁজা ও ফেনসিডিল বিক্রি করতেন।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোবাইল ও নগদ ১ হাজার ৬৪০ টাকা জব্দ করা হয়। পৃথক অভিযানে গতকাল দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল ফেনসিডিলসহ নূর করিম নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ