Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতকে কেন সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুদিন ধরে দুর্গা পূজার মণ্ডপে হামলা ভাংচুরের পর গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের কঠোর শাস্তি এবং সেই সাথে জোর কণ্ঠে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেয়ার অঙ্গীকার করেন। দেশের হিন্দু নাগরিকদের অধিকার এবং নিরাপত্তা রক্ষায় তার সরকারের অঙ্গীকারের কথা বহুবারই বলেছেন প্রধানমন্ত্রী হাসিনা। কিন্তু বুধবার হিন্দু নেতাদের পূজার শুভেচ্ছা বিনিময়ের সময় দেয়া বিবৃতিতে তিনি যেভাবে সরাসরি ভারতের প্রসঙ্গ টেনেছেন তার নজির বিরল।

প্রধানমন্ত্রী সতর্ক করেন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতকেও সচেতন হতে হবে। তিনি বলেন, ‘সেখানেও (ভারতে) এমন কিছু যেন না করা হয় যার প্রভাব আমাদের দেশে এসে পড়ে, আর আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত আসে।’ বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের সরকারের উঁচু পর্যায় থেকে প্রকাশ্যে ভারতের অভ্যন্তরীণ স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে আপত্তি-অস্বস্তির কথা বলার নজির বিরল। ‘সাধারণত এতোটা স্পষ্ট বার্তা আমরা ভারতকে দেই না, যদিও তারা অনেক কথা বলে। এমনকি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি নোংরা ভাষায় বাংলাদেশকে অপমানও করেছেন।’

২০১৯ সালে লোকসভা নির্বাচনে আগে ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অভিবাসীর প্রসঙ্গ টেনে তাদেরকে উইপোকার সাথে তুলনা করেছিলেন যা নিয়ে তখন বাংলাদেশে জনমনে চরম ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু সরকারের কাছ থেকে অন্তত প্রকাশ্যে তা নিয়ে ভারতের কাছে কোনো প্রতিবাদ করা হয়নি। সেই বিবেচনায় বুধবার ভারত নিয়ে শেখ হাসিনার বক্তব্য ছিল বিরল একটি ব্যতিক্রম। কী বার্তা দিতে চেয়েছেন তিনি ভারতকে? ‘বার্তা স্পষ্ট। ভারতে সাম্প্রদায়িক ঘটনায় বাংলাদেশে প্রতিক্রিয়া হয় এবং ভারত যেন তা মনে রাখে এবং সেদিকে নজর দেয়,’ বলেন তৌহিদ হোসেন, ‘এবং শেখ হাসিনার এই বক্তব্য যে সত্যি তার দুঃখজনক প্রমাণ আমরা দেখেছি ১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার পর।’

নরেন্দ্র মোদির নেতৃত্বে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ২০১৪ সালে নির্বাচনে জিতে ক্ষমতা নেয়ার পর থেকে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র হুমকিতে পড়েছে উদ্বেগ বাড়ছে। সংখ্যালঘু সম্প্রদায় - বিশেষ করে মুসলিমরা - দিনে দিনে কোণঠাসা হয়ে পড়ছে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে পিটিয়ে হত্যার মত বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং উগ্র হিন্দুত্ব-বাদীদের উদ্ধত আচরণকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয়-প্রশ্রয় দেয়া নিয়ে ভারতের ভেতরেই অনেক অভিযোগ উঠছে। বাংলাদেশের মত মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের সরকার হিসাবে ভারতের মত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী দেশে উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার এবং বাংলাদেশে তার সম্ভাব্য প্রভাব নিয়ে আওয়ামী লীগের মধ্যে যে অস্বস্তি- উদ্বেগ তৈরি হয়েছে তা নিয়ে অনেক পর্যবেক্ষক কম-বেশি নিশ্চিত। তৌহিদ হোসেন বলেন, ‘বার্তা স্পষ্ট, ভারতে সাম্প্রদায়িক ঘটনায় বাংলাদেশে প্রতিক্রিয়া হয় এবং ভারত যেন তা মনে রাখে এবং সেদিকে নজর দেয়।’

আওয়ামী লীগ নিজেদের ধর্মনিরপেক্ষ দল হিসাবে দেখে এবং বাংলাদেশে যাতে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মীয় উগ্রবাদ ঘাঁটি গাড়তে না পারে তার জন্য তৎপর। ভারতে নতুন নাগরিকত্ব আইন পাশের পর গত বছর অন্তত দুজন মন্ত্রীর দিল্লিতে নির্ধারিত সফর শেষ মুহূর্তে স্থগিত করা হয়। ঐ সিদ্ধান্তকে বিতর্কিত নাগরিকত্ব আাইন নিয়ে বাংলাদেশের অসন্তোষের বার্তা হিসাবে দেখা হয়েছিল। ‘ভারতে সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার নি:সন্দেহে আওয়ামী সরকারের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। আপনি যদি দেখেন পাশের বাড়ি ধর্মীয় কট্টরপন্থার দিকে অগ্রসর হচ্ছে তাহলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। ভারতের ধর্মনিরপেক্ষ যে চরিত্র ছিল তা এখন খুব কমই অবশিষ্ট রয়েছে,’ বলেন তৌহিদ হোসেন যিনি কূটনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে নয় বছর ভারতে বসবাস করেছেন।

‘বাংলাদেশের পরিস্থিতিকে আমি আদর্শ কোনো পরিস্থিতি হিসাবে মনে করিনা। সুপ্ত সাম্প্রদায়িকতা আমাদের দেশেও রয়েছে, অনেক সুযোগসন্ধানী রয়েছে। কিন্তু ভারতে এই পরিস্থিতি এখন আরো খারাপ বলে আমি মনে করি।’ তিনি বলেন বিজেপি সরকার আইন করে সাম্প্রদায়িক বিভক্তি তৈরির চেষ্টা করছে এবং তার মতে তাতে তারা অনেকটাই সফল সফল হয়েছে। ‘বহু বহু বছর পর ভারতে প্রকাশ্যে সাম্প্রদায়িক একটি প্লাটফর্মের ওপর ভর করে দাঁড়ানো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশ শাসন করছে। সুতরাং এটা বলা অসঙ্গত হবে না যে সেদেশের সমাজে সাম্প্রদায়িকতা অনেকটা জায়গা করে নিয়েছে।’

দিল্লিতে জওহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং দক্ষিণ এশীয় রাজনীতির বিশ্লেষক ডক্টর সঞ্জয় ভরদোয়াজ বলেন ভারতের ঘটনাপ্রবাহ তার দেশে প্রভাব ফেলে বলে যে কথা শেখ হাসিনা বলেছেন তার সাথে তিনি একমত। কিন্তু একইসাথে তিনি মনে করেন, ভারতীয় গণতন্ত্র দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রক্ষাকবচ হিসাবে কাজ করবে। তিনি বলেন, ‘ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক জাত-পাত, জাতি-গোষ্ঠী কেন্দ্রিক’ রাজনীতি দক্ষিণ এশিয়ায় নতুন কিছু নয়। কিন্তু, তার মতে, এমন রাজনীতিতেও সংখ্যালঘু নাগরিকদের অধিকার, নিরাপত্তা বিধান সম্ভব। ‘বাংলাদেশেও সংখ্যাগরিষ্ঠকে তুষ্ট করতে সংবিধান সংশোধনকে করে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা সংখ্যালঘুদের অধিকার নিয়ে সচেষ্ট বলে আমি বিশ্বাস করি,’ বলেন ভরদোয়াজ। তিনি বলেন, ‘ভারতে সমস্যা রয়েছে। অনেক সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ রাজনীতি নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’ কিন্তু, তার দাবী, ‘ভারতীয় গণতন্ত্র এখনও শক্ত, এখনও ভারত হিন্দু রাষ্ট্র নয়। এবং নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর গত সাত বছরে মুসলিমদের সামগ্রিকভাবে খুব বড় কোনো বিপদ হয়েছে বলে আমি মনে করিনা।’

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার সাথে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির যে যোগসূত্র শেখ হাসিনা টেনেছেন তা নিয়ে বিজেপি বা ভারত সরকারের প্রতিক্রিয়া কী হতে পারে? ভরদোয়াজ বলেন, বিজেপি সরকারের উচিৎ শেখ হাসিনার এই বার্তাকে ইতিবাচক হিসাবে গ্রহণ করা। ‘তিনি তার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার অঙ্গিকার করেছেন, এবং তিনি একই ধরণের সাড়া দেখতে চাইছেন ভারতে। কেন তিনি তা চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তা বুঝবেন বলে আমি মনে করি কারণ তারা রাজনীতি বোঝেন।’

সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন মনে করেন না বিজেপি আদৌ কোনো গুরুত্ব দেবে। ‘বিজেপির এজেন্ডা খুব স্পষ্ট। তারা জানে ক্ষমতায় থাকতে, ভোটে জিততে সাম্প্রদায়িক কার্ড তাদের খেলতেই হবে। ক্ষমতার আসার আগে এবং আসার পরপরই গুজরাট অর্থনৈতিক মডেল দিয়ে ভারতে অর্থনৈতিক সমৃদ্ধি আনার কথা বিজেপি বলতো তা এখন অসার। কিছুই হয়নি। আমি মনে করি সে যোগ্যতাও বিজেপির নেই। ফলে ধর্মই এখন তাদের রাজনীতির একমাত্র পথ।’ তবে ভারত নিয়ে তার বক্তব্যে দেশের ভেতর শেখ হাসিনা রাজনৈতিকভাবে কিছুটা লাভবান হবেন বলে মনে করেন তৌহিদ হোসেন। ‘একটা অভিযোগ অনুযোগ জনমনে বেশ কিছুদিন ধরে দানা বাঁধছিল যে ভারত যা কিছুই করুক, বাংলাদেশ কিছু বলেনা। ভারত যা চায় তা পেলেও তারা বাংলাদেশেকে কিছু দিচ্ছেনা। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সেই চাপা ক্ষোভ কিছুটা হয়তো শান্ত হবে।’ সূত্র : বিবিসি বাংলা।



 

Show all comments
  • Muhammad Ashraful Islam ১৯ অক্টোবর, ২০২১, ১:০৩ এএম says : 0
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ইঙ্গিত যথার্থ। কারণ, ভারত ও বাংলাদেশের প্রায় সবাই শুধু মুখে মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে। অথচ বাস্তবতা এর বিপরীত। এদেশে সংখ্যালঘুরা যতটা নিরাপত্তা লাভ করে থাকে, ভারতে তার অর্ধেক নিরাপত্তাও সংখ্যালঘু মুসলিমেরা পায় না।
    Total Reply(0) Reply
  • Mohammad Yousuf ১৯ অক্টোবর, ২০২১, ১:০৪ এএম says : 0
    এমন একটি বক্তব্যের জন্য অনেকদিন যাবত অপেক্ষায় ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এমন একটি চিরন্তন সত্যও সাহসী বক্তব্য দিয়েছেন।
    Total Reply(0) Reply
  • Voice For Community ১৯ অক্টোবর, ২০২১, ১:০৪ এএম says : 0
    অপরাধীরা বারবার পার পেয়ে যায়,মরে যায় শুধু প্রতিবাদিরা।
    Total Reply(0) Reply
  • Rakib Mridha ১৯ অক্টোবর, ২০২১, ১:০৪ এএম says : 0
    ভারত যে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছেন তার ফল ভোগ করছে আমাদের অসাম্প্রদায়িক দেশ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
    Total Reply(0) Reply
  • RA F IK ১৯ অক্টোবর, ২০২১, ১:০৫ এএম says : 0
    ভারতের মুসলিমদের পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশের হিন্দুরা অনেক ভাল আছেন। জননেত্রী শেখ হাসিনা ভারতকে সঠিকসময়ে সঠিক বার্তায় দিয়েছেন বলে মনে করি। পিতা মুজিবের বাংলাদেশে আমরা হিন্দু-মুসলিম সহ সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে থাকতে চাই; আমরা চাই না ভারত বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে উস্কানি দিক।
    Total Reply(0) Reply
  • Ahmad Badshah ১৯ অক্টোবর, ২০২১, ১:০৫ এএম says : 0
    প্রতিবেশি দেশ ভারতের সংখ্যাগরিষ্ঠ্য হিন্দুদের দ্বারা সংখ্যালুঘু মুসলমানরা আক্রমনের শিকার হলে বাংলাদেশেও সংখ্যাগরিষ্ঠ্য মুসলমানদের দ্বারা সংখ্যালুঘু হিন্দু সম্প্রদায় আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা প্রবল এবং এটাই চরম বাস্তবতা।আবার এর উল্টুটাও সত্যি।যদিও এতে ধর্মের না কোন লাভ আছে,না লাভ আছে রাষ্ট্রের।
    Total Reply(0) Reply
  • Israfil Sohel ১৯ অক্টোবর, ২০২১, ১:০৫ এএম says : 0
    প্রধানমন্ত্রী যা বলেছেন তা পরিস্থিতি বিবেচনা করেই বলেছেন। বাংলাদেশে তো রাষ্ট্রীয়ভাবে কখনোই সংখ্যালঘু নির্যাতনে মদদ দেয়া হয় না; যা প্রতিবেশী রাষ্ট্রে হয়। এদেশে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্নভাবে যখনই হামলা হয়েছে সরকার সাথে সাথে জোরালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখা যায় তার উল্টো চিত্র। তাই তাদের বুঝতে হবে সেখানে যারা সংখ্যালঘু এখানে তারা সংখ্যাগরিষ্ঠ। তাদের দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রভাব যাতে আমাদের দেশে না পরে সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহসী বক্তব্য।
    Total Reply(0) Reply
  • Sakhawat Meshu ১৯ অক্টোবর, ২০২১, ১:০৫ এএম says : 0
    · সবাই যেন নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারে। ধর্ম অবমাননার মতো ঘটনা যেন ঘটানোর সাহস না করে সেটা নিশ্চিত করুন। হতে পারে ঘটনা পরিকল্পিত, কিন্তু কারা এসব ঘটিয়ে দেশ অশান্ত করছে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করুন।
    Total Reply(0) Reply
  • MD Akkas ১৯ অক্টোবর, ২০২১, ১:০৬ এএম says : 0
    প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তবে মনে রাখতে হবে আলেম উলামা দের কাউকে খুশি করে আবার কাউকে জেলজুলুম দিয়ে দেশ চালাবেন এটা ঠিক না।
    Total Reply(0) Reply
  • Rajib ১৯ অক্টোবর, ২০২১, ১:০৬ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথার্থ ও এর অন্তর্নিহিত ভিক্তি বিদ্যমান। উগ্রবাদ কোন ধর্মকে প্রতিনিধিত্ব করে না বরং এটা নতুন করে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার হাতিয়ার হিসাবে কাজ করে।
    Total Reply(0) Reply
  • Mohammad Yousuf ১৯ অক্টোবর, ২০২১, ১:০৬ এএম says : 0
    এমন একটি বক্তব্যের জন্য অনেকদিন যাবত অপেক্ষায় ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এমন একটি চিরন্তন সত্যও সাহসী বক্তব্য দিয়েছেন।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৯ অক্টোবর, ২০২১, ২:১৭ এএম says : 0
    আমাদের দেশের হিন্দুরা যে সম্মানে বসবাস করে,তারা ভারতে গিয়ে বসবাস করলে কি সেই শান্তি পাবে,আমাদের দেশের হিন্দুরা আমার মতে বোকা,আরে ভাই নিজের জন্ম ভূমিতে তোমার যে মুলো হবে,তোমার বাবা মায়ের ঘরে তোমার যেঘুম আসবে সেটা তোমরা অন্য দেশে পাইবা না,অযথা তোমরা ভারতের লোকদের কথা শুনিও না কি জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারার চেষ্টা কর,আচ্ছা নিজের মাতৃভুমি কেউ ভুলতে পারে না কি,আর অন্য দেশে গিয়ে তোমরা সে আরাম পাবে না কি ,সেই একটি কথা তোমাদের বলবেই,রিপজি তখন তোমার কেমন লাগবে,যতই তোমরা বলবে তোমরা অশান্তিতে বাংলাদেশে আছে,আমি বিশ্বাস করি না মাঝে মধ্যে কিছু অসাধু লোকের কারনে ধর্ম নিয়ে ঝগড়াঝাঁটি হয়,তার পরও আমরা মিলে মিশে আছি,তোমরা মনে করো তোমরা হিন্দু আমরা মনে করি আমরা মুসলমান,আমরা আরব দেশে গিয়ে অনেক অনেক সম্মানের অধিকারী হবে কিন্তু তোমরা ও আরব দেশে থাকে ও চাকরি করে ও তোমরা কি দেখনা আরব দেশ গুলি তাদের কাজ শেষ আমাদের কি বলে কি ভাবে দেখে সবাই নিজের দেশের দিকে নিজের মাতৃভূমির দিকে দেখে ,আমরা যদি সামান্য ভুল করি আরবিরা সামান্য হিসাবে দেখে না ,তারা বলে এইটা তোমাদের দেশ না তোমরা অন্যায় করবা ছোট হউক বড় হউক তোমাদের অন্যায়,আমরা মুসলিম বলে কি তাহারা মাথার উপরে রাখে না কি,তারাও তো মুসলিম দেশ,এই জন্য হিন্দু ভাইদের বলতেছি তোমরা মনে করিবা আমরা হিন্দু ভারতে গেলে আমাদের অনেক সম্মান হবে ইজ্জত হবে,না ভাই নিজের মাতৃভূমি নিজের জন্মস্থান ছাড়া তোমার শান্তি সম্মান ইজ্জত পাইবা না,তাহারা অবশ্যই কার্য ক্ষেত্রে কিছু হলে বলবে তোমাদের দেশ এইটা নয় তোমাদের দেশ বাংলাদেশ,ঐ এক কথায় রিপজি,এত এব,হানা হানি উগ্রপন্থী না হয়ে,আমরা হিন্দু মুসলিম মিশে আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের মায়ের কুলে একসাথে বসবাস করি,সবাই মানব জাতি তোমার ধর্ম তুমি পালন করে ,আমার ধর্ম আমি পালন করি,কেউ কারো ধর্মে আঘাত করার কি পয়োজন,আমি মনে করি সেটা আমাদের বোকামি।
    Total Reply(0) Reply
  • মো রহমান ১৯ অক্টোবর, ২০২১, ৫:৫৯ এএম says : 0
    বিবিসির এমন একটি প্রতিবেদনে অতি অল্প দিন আগে আসামে ঘটা গুলি করে হত্যার সময় একজন মুসলমানের বুকের উপর লাফানো নামধারী ফটো সাংবাদিকের ঘটনা বাদ দিলো কি করে?
    Total Reply(0) Reply
  • Mohammad Syduzzaman Manna ১৯ অক্টোবর, ২০২১, ১০:৪১ এএম says : 0
    এটা সময়ের দাবি, তাই
    Total Reply(0) Reply
  • Khaled Karim ১৯ অক্টোবর, ২০২১, ১০:৪১ এএম says : 0
    যত দিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবেনা বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Zainal Abedin Tito ১৯ অক্টোবর, ২০২১, ১১:০১ এএম says : 0
    এই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত -- যেন এমন ঘটনা পুনরায় কেউ ঘটাতে সাহস না-পায় ।
    Total Reply(0) Reply
  • গাজী ফজলুল করিম ১৯ অক্টোবর, ২০২১, ১১:০১ এএম says : 0
    বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে এশিয়ার ভীতর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক তা চাচ্ছে না আমাদের আশেপাশের এলাকার লোকজন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ