পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারত থেকে আসা সানাউল্লাহ নামে এক বাংলাদেশী পাসর্পোটধারী যাত্রীর ব্যান্ডজে করা হাতর মধ্যে থেকে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব কৌশলে সে ভারত থেকে হাতে ব্যান্ডেজ করে মোবাইল গুলো নিয়ে আসছিল। গতকাল সোমবার বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি করে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
ভারত থেকে আসা পাসপোর্টযাত্রী মোহাম্মাদ সানাউল্লাহ চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সামিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে। কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশিদ জানান, পাসপোর্টযাত্রী সানাউল্লাহ কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বের হয়ে হওয়ার পর তার হাতে ব্যান্ডেজ দেখে তাদের সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করে ওই ব্যান্ডেজ এর মধ্যে থেকে ১৫টি ভারতীয় মূল্যবান মোবাইলসেট জব্দ করে কাস্টমস কর্মকর্তারা। এসময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিক্স, ব্রাসহ বিভিন্ন পণ্যও উদ্ধার করা হয়। আটক মোবাইলের মূল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্র্তারা জানান। এরকম অভিনব পদ্ধতিতে পণ্য পাচার করা সাধারনত দেখা যায় না। এ ব্যপারে একটি মামলা হয়েছে থানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।