Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবকাশে সুপ্রিম কোর্ট খোলা থাকছে অধস্তন আদালত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সরকার ঘোষিত ছুটির তারিখ পরিবর্তন হওয়ায় আদালতের ছুটিরও পরিবর্তন ঘটেছে। ফলে আজ (মঙ্গলবার) উচ্চ আদালত খুলছে না। এ বিষয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে উল্লেখ করা হয়, সরকারঘোষিত পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি মঙ্গলবারের পরিবর্তে বুধবার পুন:নির্ধারিত হওয়ায় দেশের উচ্চ ও অধস্তন আদালতের ছুটিতেও পরিবর্তন আনা হয়েছে। তবে (আজ) মঙ্গলবার অধস্তন আদালত খোলা থাকলেও উচ্চ আদালতে থাকবে অবকাশকালীন ছুটি। এদিন খোলা থাকবে হাইকোর্ট ও আপিল বিভাগের কার্যালয়। পাশাপাশি আগামিকাল বুধবার সরকারি ছুটি থাকবে সুপ্রিম কোর্টে।
অধস্তন আদালত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি পূন:নির্ধারিত হওয়ায় দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর (বুধবার) পুর্ননির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় মঙ্গলবার কর্মদিবস হিসেবে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনাল ও কার্যালয় খোলা থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ