পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী সোমবার থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হল খুলে দেয়া হবে। এদিন সকাল ৯টা থেকেই মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। হল খুলতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগের মতো হলে গণরুম বহাল থাকছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য নীতিমালা তৈরী করা হবে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীরা হলে উঠবে এবং যেসব নির্দেশনা দেয়া হবে সেগুলো আবাসিক শিক্ষার্থীদের মেনে চলতে হবে।
জানা গেছে, করোনাকালীন শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরা হলে প্রবেশ ও চলাফেরা করতে পারে, সেদিকে বেশি গুরুত্ব দেয়া হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রত্যেক হলে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। দীর্ঘদিনের ধুলোয় মলিন ডায়নিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, রিডিং রুম ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। সব হলে টয়লেট ও বাথরুমগুলো পরিষ্কার করা হয়েছে। হল প্রভোস্ট কাউন্সিল কমিটির সভাপতি সভাপতি ও খানবাহাদুর আহছান উল্লাহ হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ বলেন, আপাতত করোনাকালীন নতুন করে আর গণরুমে সিট বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।