পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ছিনতাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. মিন্টু নামে এক হোটেল ম্যানেজার আহত হয়েছেন। গতকাল ভোরে হোটেল বন্ধ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আলম বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা সাড়ে ৩টার পর মিন্টু হোটেল বন্ধ করে জুরাইনের বাসায় উদ্দেশ্যে বের হন। বাস টার্মিনাল পার হয়ে কিছু দূর যাওয়ার পর ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দিতে না চাইলে তার গলায় ও পায়ে ছুরিকাঘাত করে সব কিছু নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
তিনি বলেন, তার শরীর থেকে অনেক রক্ত গেছে। তাকে রক্ত দেওয়া হয়েছে। মিন্টু ১৪ বছর ধরে আমার হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান জানান, শুক্রবার ভোরে একজনকে রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার গলায় ও পায়ে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।