পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং উরি ব্যাংক এর মধ্যকার সমঝোতা স্মারক বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর নীলক্ষেতে অবস্থিত ইন্সটিটিউট-এর কার্যালয়ে স্বাক্ষরিত হয়। আইসিএমএবি-এর সেক্রেটারি কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ এবং উরি ব্যাংক এর কান্ট্রি ম্যানেজার জনাব ডং হিউন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতার আওতায় উরি ব্যাংক হতে আইসিএমএবি’র সদস্যগণ লোনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
আইসিএমএবি-এর সহ-সভাপতি জনাব মোঃ মুনিরুল ইসলাম এফসিএমএ, কাউন্সিল সদস্য ও প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মো: আব্দুল আজিজ এফসিএমএ ও জনাব মোঃ জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ, উরি ব্যাংকের ডেপুটি কান্ট্রি ম্যানেজার জনাব নিয়াজ উদ্দিন খান সহ উভয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জনাব এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, সাফা প্রেসিডেন্ট এবং আইসিএমএবি-এর সাবেক সভাপতি এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।