পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ ধরার সময় ১৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। অভিযানের খবর টের পেয়ে নদীতে জাল ফেলে ইঞ্জিনচালিত নৌকায় পালিয়ে যায় জেলেরা।
মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর ৪০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা আছে। এর পরেও গতকাল বৃহস্পতিবার সকালে বিভিন্ন পয়েন্টে মৌসুমি জেলেরা জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে। অভিযানের খবর টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় ১৭ হাজার মিটার জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করে। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।