Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাফার্জহোলসিমের সুরমা প্ল্যান্ট পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৬:৩৮ পিএম

সম্প্রতি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্ট পরিদর্শণ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, নাথালি শিউয়াখ এবং কাউন্সিলর-হেড অব পলিটিক্যাল, ইকোনোমিক অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, থমাস বমগার্টনার। এসময় প্ল্যান্টে তাদের স্বাগত জানান কোম্পানির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানবসম্পদ পরিচালক আসিফ ভূইয়া এবং হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস ও সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং।
পরিদর্শণকালে রাস্ট্রদূতকে স্বয়ংসম্পূর্ণ এই সিমেন্ট প্ল্যান্টের উৎপাদন সুবিধা, গুণগত মান রক্ষা পদ্ধতি এবং উদ্ভাবনী সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। এরপর তিনি সিমেন্ট প্ল্যান্ট, অ্যাগ্রিগেট প্ল্যান্ট, জিওসাইকেল ও কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শণ শেষে সিমেন্ট প্ল্যান্টের সর্বাধুনিক প্রযুক্তি ও স্থানীয়দের জীবন মান উন্নয়নে কোম্পানির টেকসই উন্নয়ন প্রকল্পগুলোর ভূয়সী প্রশাংসা করেন রাষ্ট্রদূত। লাফার্জহোলসিম বাংলাদেশ সুইজারল্যান্ডের হোলসিম ও স্পেনের সিমেন্টোস মলিন্স এর যৌথ উদ্যোগ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ