Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাচ্ছে স্পুটনিক ভি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) অনুমোদন পেতে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

তিনি বলেন, সংস্থাটির নিবন্ধন পেতে এর মধ্যেই সব বাধা দূর হয়েছে। সামান্য কিছু কাজ শেষ হলেই অনুমোদন পাবে এই ভ্যাকসিন। করোনার সংক্রমণ ঠেকাতে রাশিয়ায় ব্যাপক হারে দেয়া হচ্ছে স্পুটনিক ভি টিকা। পাশাপাশি বিশ্বের ৭০টির বেশি দেশেও অনুমোদন পেয়েছে টিকাটি। স্পুটনিক ভি নিয়ে এ মুহুর্তে পর্যালোচনা করছে ডবিøউএইচও ও ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (এএসএ)। সংস্থাগুলোর অনুমোদন পেলে করোনার এ টিকা আরও বেশি দেশে অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। স্পুটনিক ভি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডবিøউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মুরাশকো। তার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, স্পুটনিক ভি টিকার নিবন্ধন নিয়ে রাশিয়ার অবস্থান সম্পর্কে ডবিøউএইচওকে জানানো হয়েছে। সংস্থাটির সব প্রশ্নের জবাব দিয়েছে দেশটি।
মিখাইল মুরাশকো বলেন, ডবিøউএইচওর অনুমোদন পেতে এ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির মাত্র কয়েকটি নথিতে স্বাক্ষর বাকি আছে। এ ছাড়া এ–সংশ্লিষ্ট আরও কিছু কাগজ জমা দিতে হবে। তবে রাশিয়ার পক্ষ থেকে স্পুটনিক ভি টিকার অনুমোদন নিয়ে কথা উঠলেও এ নিয়ে তাৎক্ষণিকভাবে ডবিøউএইচওর কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত জুলাইয়ে স্পুটনিক ভি টিকা নিয়ে পর্যালোচনা চালিয়েছিল ডবিøউএইচও। সে সময় টিকাটির উৎপাদনসংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপত্তি জানায় সংস্থাটি। পরে স্পুটনিক ভির উৎপাদনকারী প্রতিষ্ঠান জানায়, জাতিসংঘের উল্লেখ করা সব সমস্যার সমাধান করেছে তারা। সূত্র : রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ