পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আলিম পরীক্ষা চলতি বছর এপ্রিলে নিতে পারেনি মাদরাসা শিক্ষা বোর্ড। সম্প্রতি এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণার পর এবার মাদরাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ করেছে ২ ডিসেম্বর। গতকাল রোববার আলিম পরীক্ষার সূচি ওয়েবসাইটে প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রথমদিন ২ ডিসেম্বর কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা হবে। এরপর ৬ ডিসেম্বর হাদিস ও উসূলুল হাদিস, ৯ ডিসেম্বর আল ফিক্হ ১ম পত্র ও পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরীক্ষা নেওয়া হবে।
১২ ডিসেম্বর আল ফিক্হ ২য় পত্র, আরবি সাহিত্য ও পদার্থবিজ্ঞান ২য় পত্র, ১৫ ডিসেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন ১ম পত্র ও তাজভিদ ১ম পত্র, ১৯ ডিসেম্বর বালাগাত ও মানতিক, রসায়ন ২য় পত্র এবং তাজভিদ ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। দেশে গত কয়েক বছর ধরে ফেব্রæয়ারিতে এসএসসি, দাখিল ও সমমান এবং এপ্রিলে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার আগে ২০২০ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হলেও এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা আটকে যায়। পরে জেএসসি-জেডিসি ও এসএসসি-দাখিল পরীক্ষার ফলের গড় করে মূল্যায়ন ফল প্রকাশ করা হয় এ বছর জানুয়ারিতে।
মহামারীর কারণে চলতি বছরের এসএসসি-দাখিল ও এইচএসসি-আলিম পরীক্ষাও সময়মতো নেওয়া যায়নি। কয়েক দফা চেষ্টার পর গত ১২ সেপ্টেম্বর দেশের সব স্কুল-কলেজ খুলে দিয়ে শিক্ষার্থীদের দেড় বছর পর ক্লাসে ফেরানো সম্ভব হয়। এরপর আটকে থাকা পরীক্ষার সূচিও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা বোর্ড। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে। সাধারণ শিক্ষা বোর্ডে অধীনে এসএসসি ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।