পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস ক্রমান্বয়ে নিয়ন্ত্রণে চলে এসেছে। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষায় সংক্রমন ৩ শতাংশের নীচে নেমে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৭ জন। এসময়ে রোগী শনাক্তের দৈনিক হার নেমে এসেছে তিন শতাংশের নিচে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত হওয়া ৬১৭ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৫৭৩ জন। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১২ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ শতাংশের নীচে নেমে এলেও দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ১৬০টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ২৪৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ১০ হাজার ৬৯৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৮৩ হাজার ৭৯১টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ৯ জন, ৯ জন নারী। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৯২ জন আর নারী মারা গেছেন ৯ হাজার ৮৮১ জন।
এদিকে সারাবিশ্বে করোনাভাইরাসের দাপট কমে এসেছে। তবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। করোনা বিষয়ে নিয়মিত তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ লাখ ১৯ হাজার ৬৭৪ জন মানুষ। আক্রান্তের সংখ্যায়ও যুক্তরাষ্ট্র বিশ্বে এক নম্বর স্থানে রয়েছে। দেশটিতে প্রায় ৪ কোটি ৪৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে (প্রায় ২ কোটি ১৫ লাখ) থাকা ব্রাজিলে প্রায় ৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (৫ লাখ ৯৭ হাজার ৭৪৯ জন)। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে (প্রায় ৩ কোটি ৩৯ লাখ) থাকা ভারতে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (৪ লাখ ৪৮ হাজার ৮৪৬ জন)।
আক্রান্তের দিক থেকে ১৫তম অবস্থানে (প্রায় ৩৭ লাখ) থাকা মেক্সিকো মৃত্যুর দিক থেকে সারা বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে প্রায় ২ লাখ ৭৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (২ লাখ ৭৮ হাজার ৫৯০ জন)। াক্রান্তের দিক থেকে পঞ্চম অবস্থানে (প্রায় ৭৬ লাখ) থাকা রাশিয়া মৃত্যুর দিক থেকে সারা বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। দেশটিতে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (২ লাখ ৯ হাজার ৯১৮ জন)।
বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যের সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে করোনা সংক্রমণের হার ৩ এর নীচে নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।