Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ্যাভেরী ডেনিসন ইয়ংওয়ান কর্পোরেশনের সহায়তায় চট্টগ্রামে নতুন উৎপাদন ইউনিট স্থাপন করেছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ৮:১৪ পিএম

বাংলাদেশে আরো একটি উৎপাদন ইউনিট চালু করেছে এ্যাভেরী ডেনিসন। বন্দরনগরীর কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ অবস্থিত, ২,০৫২ বর্গমিটার আয়তনের ইউনিটটি স্থানীয় গ্রাহকদের আরো চাহিদামাফিক এবং উচ্চ গুণমানসম্পন্ন সেবা প্রদান করবে। এর মাধ্যমে এ্যাভেরী ডেনিসন ও সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক টেক্সটাইল ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বীতা করার ক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রকল্পের সম্ভাব্য সুবিধাসমূহ তুলে ধরে দক্ষিণ এশিয়ায় এ্যাভেরী ডেনিসন আরবিআইএস-এর জেনারেল ম্যানেজার ও ভাইস-প্রেসিডেন্ট কেনি লিউ বলেন, “আমরা স্থানীয় বাজার এবং বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা প্রদানে আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি এবং এই উৎপাদন ইউনিট স্থাপন তেমনই উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। কেইপিজেড জোনের মধ্যে এই ইউনিট স্থাপনে যে সহযোগিতা করেছে ইয়ংওয়ান কর্পোরেশন সে জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। ইউনিটটির মাধ্যমে বর্তমান প্রগতিশীল বাজারে ইয়ংওয়ান এবং চট্টগ্রামের গ্রাহকদের চাহিদা দ্রুততার সাথে মেটাতে আমরা সক্ষম হবো। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এবং আরো টেকসই পোশাক শিল্পের দিকে অগ্রসর হওয়াই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।”

ইয়ংওয়ান কর্পোরেশন কর্তৃক ১৯৯৯ সালে কর্ণফুলী নদীর তীরে নির্মিত কেইপিজেড, শিল্প-কারখানার উন্নয়ন এবং স্থানীয় জনগণ ও পরিবেশের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এর আওতায় রয়েছে দেশের সর্ববৃহৎ (৪০ মেগাওয়াট) ছাদ-সৌর প্রকল্প, যা নয়ায়নযোগ্য শক্তির মাধ্যমে শিল্প-কারখানায় বিদ্যুৎ সরবরাহ করে। এখানে ৪০০ টি ভিন্ন প্রজাতির ২৫ লক্ষাধিক গাছ রোপন করা হয়েছে। ভূগর্ভস্থ পানি রিচার্জের জন্য এখানে আছে ২৫ টি হ্রদ ও জলাশয়, যেগুলো প্রতিবছর প্রায় ৫০০ মিলিয়ন (৫০ কোটি) গ্যালন বৃষ্টির পানি ধারণে সক্ষম।

ইয়ংওয়ান কর্পোরেশন-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুঙ বলেন, “এই রিজনের শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব ইপিজেড, কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এর একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে এ্যাভেরী ডেনিসন-কে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পোশাক ও টেক্সটাইলের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পে অংশীদারিত্ব করেছে এ্যাভেরী ডেনিসন ও ইয়ংওয়ান। কেইপিজেড-এ বিনিয়োগের মাধ্যমে এ্যাভেরী ডেনিসন গ্রাহকদের ব্যবসায়িক খরচ কমিয়ে ও সময় বাঁচিয়ে সেরা মানের সেবা-সুবিধা প্রদান করতে পারবে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ‘ডু-ইট-অ্যালোন’ ধারণায় উন্নতি করা সত্যিই কষ্টসাধ্য। তাই ব্যবসায়ে টিকে থাকতে হলে ভিন্ন ভিন্ন প্রতিভা, দক্ষতা ও প্রযুক্তিগত শক্তি-সামর্থ্যকে অংশীদারিত্বের মাধ্যমে কাজে লাগানোই সেরা ব্যবসায়িক কৌশল বলে আমি মনে করি। আমার দৃঢ় বিশ্বাস, এ্যাভেরী ডেনিসন তাদের আন্তর্জাতিক খ্যাতি ও মানসম্মত পণ্যের মাধ্যমে ইয়ংওয়ান-এর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মজবুত অংশীদারিত্ব স্থাপন করতে পারবে। ব্যবসায়িক লক্ষ্য অর্জনে এ্যাভেরী ডেনিসন-কে আমরা যথাসাধ্য সহযোগিতা করবো।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ