Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনাক্তের হার প্রায় ৩ শতাংশে নেমেছে

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

দেশে করোনাভাইরাসের সংক্রমন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে। মৃত্যু এবং নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ এর মধ্যে থাকলে ‘করোনা নিয়ন্ত্রণ’ ধরে নেয়া হয়। কিন্তু দেশে মার্চ মাসের পর প্রথমবারের মত দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার প্রায় ৩ শতাংশে (৩ দশমিক ২৪ শতাংশ) নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ২৬ হাজার নমুনা পরীক্ষা করে ৮৬০ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ৩ দশমিক ২৪ শতাংশ।

এর আগে সর্বশেষ শনাক্তের হার চারে নিচে ছিল ৪ মার্চ। সেদিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ শতাংশ। আর বৃহস্পতিবারের চেয়ে কম শনাক্তের হার ছিল সর্বশেষ ২৮ ফেব্রæয়ারি। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ।
দেশে সাড়ে ৬ মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার গত সপ্তাহে ৫ শতাংশের নিচে নেমে আসে। জুলাই মাসে তা ৩০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে কোভিডে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৫১০ জনের মৃত্যু ঘটিয়েছে করোনাভাইরাস।

আগের দিন গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ১ হাজার ১৭৮ জন নতুন রোগী শনাক্ত এবং ১৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে।
গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫৫৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের ৬৫ শতাংশ। যে ২৩ জন গত এক দিনে মারা গেছেন তাদের ৭ জনই ছিলেন চট্টগ্রাম বিভাগের। সরকারি হিসাবে গত এক দিনে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৯৭৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮২১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৭৪৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৫৬৯টি। এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৩১ হাজার ২৯১টি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে জন, রংপুর বিভাগে একজন জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২০ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩২৩ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩ লাখ ৮০ হাজার ৯৬৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ২৫০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪১ হাজার ৭১৮ জন।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখের বেশি রোগী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ