Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর জন্মদিনে চীনা কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। গতকাল সিপিসির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে আওয়ামী লীগ ও সিপিসির মধ্যে আগামী দিনে আরও গভীর সম্পর্ক গড়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা ও আওয়ামী লীগের প্রতিনিধি পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন নেওয়ার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ