Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারকে আতঙ্ক তাড়া করছে : রহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১:১১ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এ সরকার তো ভোটে ক্ষমতায় আসেননি, এজন্য আন্দোলনের আতঙ্ক তাড়া করছে। কোথা থেকে আন্দোলনের ঢেউ আসে সে চিন্তায় সরকার অস্থির। গতকাল রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচে এক দোয়া মাহফিল ও আলোচনায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আন্দোলনের ভয়ে এ সরকার বিশ্ববিদ্যালয় খুলতে ভয় পাচ্ছে। বিশবিশ্ববিদ্যালয় খোলার পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এত ভয় কীসের? শিক্ষা প্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন?
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, গোটা দেশের মধ্যে স্বৈরাচার কায়েম হলেও বিশ্ববিদ্যালয় মুক্ত থাকে। ক্যাম্পাসে সিসি টিভি বসানোর কথা বলেছে কর্তৃপক্ষ। তাহলে এতদিন যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখলেন, এটা তবে রাজনৈতিক কারণেই বন্ধ রেখেছেন?
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ তিনি বলেন, দেশের মানুষক্ষুধার্ত। খাবারের জন্য হাহাকার করছে মানুষ। জিনিসপত্রের দাম হু-হু করে বাড়ছে। দেশের মানুষের আমানতের উপর সুদ কমিয়ে দিয়েছেন। সুদ কমিয়ে দিচ্ছেন। আপনি চান, ওরা মরুক। আপনারা প্লেনে প্লেনে ঘুরে বেড়াবেন। জনগণ তা আর সহ্য করবে না। এবার গণআন্দোলনে এ অবৈধ সরকার বিদায় নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ