Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন শেখ হাসিনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন। ইউএনজিএর অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। এটি হবে বাংলা ভাষায় দেওয়া তার ১৮তম ভাষণ। শেষ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুস্মরণ করে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, জাতিসংঘে দেয়া ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মোকাবেলা ও পরবর্তী অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনে পদক্ষেপ গ্রহণ বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এছাড়া টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণ নিয়েও কথা বলবেন তিনি।

২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথম দিন অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর চলতি অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান নীতিনির্ধারণী এই বৈঠকে সশরীরে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ