Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়েছে গরম বৃষ্টি কম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা থেকে গতকাল ক্রমেই লঘুচাপটি ভারতের ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকার দিকে সরে গেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রায় দুর্বল মৌসুমী বায়ু এবং লঘুচাপ সরে যাওয়ার কারণে দেশের অনেক স্থানে ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়ে গেছে। বৃষ্টিপাত আরও হ্রাস পেয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা, গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে বিচ্ছিন্নভাবে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় খেপুপাড়ায় ৪৩ মিলিমিটার। চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক স্থানে ছিটেফোঁটা বৃষ্টি ঝরেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ও শ্রীমঙ্গলে ৩৫ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৩.১ ডিগ্রি সে.। ঢাকার পারদ সর্বোচ্চ ৩৩.৬ এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সে.। ঢাকায় বৃষ্টিপাত মাত্র এক মি.মি.।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের সব বিভাগের কিছু কিছু অথবা দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এ সপ্তাহের শেষের দিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের কোথাও কোথাও বিচ্ছন্নবভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সপ্তাহের প্রথম দিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ