Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বাণিজ্য প্রতিনিধিদল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৭:০১ পিএম

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ (এফবিসিসিআই) শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর নেতাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ বিষয়ে আলোচনা করবেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ২৭ (সেপ্টেম্বর) ঢাকার উদ্দেশে নিউইয়র্ক থেকে রওনা দেবে বলে আশা করা হচ্ছে।

আগামী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘বাংলাদেশ ফরওয়ার্ড: দ‌্য নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক বৈঠকে অংশ নেবে প্রতিনিধিদল।

আগামী বৃহস্পতিবার এনআরবি ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউনাইটেড নেশনস অ্যান্ড বাংলাদশ’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবে বাণিজ্য প্রতিনিধিদল। ওই দিন সন্ধ্যায় আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স (এবিবিএ) আয়োজিত বিজনেস মিটিংয়ে অংশ নেবেন এফবিসিসিআইয়ের নেতারা।

রোববার (২৬ সেপ্টেম্বর) এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের আয়োজনে ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ: ইউএস-বাংলাদেশ সোশিও-ইকোনোমিক পারসপেকটিভ’ শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেনÑএফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. আমিনুল হক শামিম, সহ-সভাপতি সালাহউদ্দিন আলমগীর, সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দীন) এমপি, চেজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক সংসদ সদস্য বেনজীর আহমদ, এফবিসিসিআই’র পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, মোহাম্মাদ আনোয়ার সাদাত সরকার, রাশেদুল হোসাইন চৌধুরী (রনি), মো. রেজাউল করিম রেজনু সিআইপি, মোহাম্মদ বজলুর রহমান, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, শমী কায়সার, মো. নাসের, সৈয়দ সাদাত আলমাস কবীর, আবুল কাশেম খান, নাজ ফারাহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র সভাপতি নিহাদ কবীর, টোটাল বিজনেস সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জেসমিন আক্তার, মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক নাজরীন ইয়াসমিন চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নাসির, অ্যাকুরেট স্টিল লিমিটেডের ফাহিমা আখতার, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাবিনা কাইয়ুম।

বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আছেন এফবিসিসিআই’র কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান ও খান মো. নুরে আলম সিদ্দিকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ