Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর পর খুলনায়ও চোখ রাঙাচ্ছে

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ সাতজনের মৃত্যু হয়েছে। এসময় রাজশাহীতে মৃত্যু হয়েছে ৬ জনের। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
যশোর ব্যুরো জানায়, যশোরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। চার জনের মধ্যে ৩ জন রেড জোনে ও ১ জন ইয়োলো জোনে চিকিৎসাধীন ছিলেন। সবাই যশোর সদরের বাসিন্দা ছিলেন। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬৪ করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে ৯ জন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা পজেটিভ ছিল ২ জনের। বাকি ৪ জন মারা যান করোনা উপসর্গ নিয়ে। মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর ১ জন। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। এদিকে রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯৬ জনের।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ৫৩৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে তিনজন, খুলনায় একজন চিকিৎসক, কুষ্টিয়ায় দুজন ও নড়াইলে একজন মারা গেছেন।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন কিছুটা কমে আসলেও গতকাল সোমবারে শনাক্তের সংখ্যা ছিল গত ৬দিনের মধ্যে সর্বোচ্চ ৬২ জন। এসময়ে বরিশালের বাবুগঞ্জের ৭০ বছর বয়স্ক একজন শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২দিন চিকিৎসার পরে মারা গেছেন। এদিকে দক্ষিণাঞ্চলে মোট জনসংখ্যা মাত্র ৮ভাগ মানুষের মধ্যে করোনা প্রতিষেধক ভ্যাকসিন-এর প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। প্রায় ১ কোটি জনসংখ্যার দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় গত ৭ ফেব্রুয়ারি থেকে ‘কোভিশিল্ড’এর ‘এ্যস্ট্রোজেনেকা’ ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। ২ লাখ ৭৩ হাজার মানুষের মধ্যে প্রথম ডোজ প্রদানের পরে তা বন্ধ করে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় ৭ এপ্রিল থেকে। গতকাল পর্যন্ত ১৩ লাখ ৩ হাজার ৮৫২ জনকে কোভিশিল্ড, মডার্না ও সিনোফার্ম-এর ১ম ডোজের প্রদান সম্ভব হলেও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন মাত্র ৮ লাখ ৬ হাজার ৩৩৮ জন।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৯.৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৭,৯৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৬,৭৩৫ জন।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৬৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ