পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন আজ। ১৯৫৭ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। সরাসরি রাজনীতিতে দেখা যায়নি তাকে। তবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত তিনি।
আজ তার জন্মদিনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে নেটিজেনরা।
শুভেচ্ছা জানিয়ে শেখ মেহেদী হাসান লিখেছেন, ‘শুভ জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রিয় ছোট আপা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সহোদর আমাদের প্রিয় শেখ রেহানা আপার জন্মদিনে নিরন্তরশুভকামনা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শুভ হোক আপনার আগামীর প্রতিক্ষণ।’
উত্তম কুমার লিখেছেন, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেপথ্য প্রেরণাদায়ী শেখ রেহানা।’
আমিনুর রহমান পাপ্পু লিখেছেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের রাজনীতিতে যে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি সেই পরিবারের একজন শেখ রেহানা। বাংলা ও বাঙালির প্রয়োজনে তিনি নির্মোহ একজন, জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা তিনি। অথচ জীবনটা তাঁর জন্য সহজ হয়নি। তিনি দেখিয়েছেন কিভাবে সংগ্রাম করে জীবনে জয়ী হওয়া যায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর দুর্বিষহ জীবন কাটিয়েছেন তবুও হতাশ হননি। রাজনীতি সচেতন শেখ রেহানা সর্বদা আড়াল থেকেই দিচ্ছেন তাঁর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। শুভ জন্মদিনে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
আবু জাহিদ লিখেছেন, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা আপা। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’
আলী সুমন লিখেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর কনিষ্ঠ কন্যার শুভ জন্মবার্ষিকী। শুভকামনা রইল। আপনার জীবনে এই দিন বারবার ফিরে আসুক। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমীন।’
লুৎফুর রহমান লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও গনতন্ত্রের মানস কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা আপার শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। শুভ জন্মদিনে আপনার দীর্ঘায়ু কামনা করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।