Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আইসিএমএবি’র নতুন পাঠ্যসূচি উন্মুক্তকরন উদযাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪২ পিএম

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর নতুন পাঠ্যসূচি উন্মুক্ত করন উদযাপন অনুষ্ঠান বুধবার ৮ সেটেম্বর ২০২১ আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটয়িাম, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসি’র ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো: নজিবুর রহমান প্রধান অতিথি এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এবং আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইসিএমএবি’র নতুন পাঠ্যসূচি বাস্তবভিত্তিক এবং ৪র্থ শিল্পবিপ্লবের আঙ্গিকে দেশীয় পেশাজীবিদের পেশাগত হিসাব, অডিটিং এবং কর্পোরেট ব্যবস্থাপনা বিষয়ে আর্ন্তজাতিকমানে গড়ে তোলা। দেশের সরকারী বেসরকারী অর্থায়নে নতুন পাঠ্যসূচি যোগ্য ব্যবস্থাপক তৈরিতে ভূমিকা রাখবে। এই পাঠ্যসূচির আলোকে শিক্ষা ও প্রশিক্ষণ জাতীয় এবং আর্ন্তজাতিক বাজারে চাকুরীর ক্ষেত্র তৈরি করবে।

আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ এর সভাপতিত্বে আইসিএমএবি’র ফেলো সদস্য ড.সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ পাঠ্যসুচির উপর প্রবন্ধ উপস্থাপন করেন।

মোঃ নজিবুর রহমান নতুন পাঠ্যসুচি সময়মত সম্পন্ন করার জন্য আইসিএমএবি’র নেতৃত্বকে অভিনন্দন জানান। আইসিএমএবি এর নতুন পাঠ্যসূচী ছাত্রদের উন্নয়নের সাথে সাথে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন। তিনি পুঁজিবাজারের পূন:উন্নয়নে বিএসইসি এবং আইসিএমএবি এর মধ্যে নতুন অংশিদারিত্ব স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি সিএমএদের পেশাগত মূল্যবোধের আলোকে কাজ করার উপদেশ দেন যাতে, অতীতের নিরীক্ষা ক্ষেত্রে অপ্রত্যাশিত বিষয়গুলোর পুনরাবৃত্তি না ঘটে।

আইসিএমএবি’র প্রাক্তন প্রেসিডেন্ট জনাব এ এস এম শায়খুল ইসলাম এফসিএমএ এবং জনাব জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ অনুষ্ঠান বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন। সহ-সভপতি জনাব মো: মামুনুর রশিদ এফসিএমএ স্বাগত বক্তব্য এবংঅপর ভাইস প্রেসিডেন্ট জনাব মো: মনিরুল ইসলাম এফসিএমএ অংশগ্রহণকারী সম্মানিত বক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিল সদস্য মো: আলী হায়দার চৌধুরী এফসিএমএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ