পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হন অথচ পরবর্তীতে নৌকার প্রার্থীর বিরুদ্ধেই আবার কাজ করেন এমন জনপ্রতিনিধিদের ব্যাপারে কঠোর বার্তা দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া দলের শৃঙ্খলা ঠিক রাখা, চেইন অব কমান্ড মেনে চলা, কোন্দল নিরসন, মেয়াদোত্তীর্ণ কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলন, জেলা-উপজেলা কমিটির সম্মেলন, সম্মেলনের পর কমিটি পূর্ণাঙ্গ না হওয়া, নোয়াখালী জেলা আওয়ামী লীগ, জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির মাঠে নামতে চাওয়ার সম্ভাবনায় আওয়ামী লীগের কর্মসূচি কী হবে, তা নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম, করোনা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হবে। আজ সকাল ১০টায় গণভবনে প্রায় ১ বছর পর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় গত বছরের ৩ অক্টোবর। ৮১ সদস্যের মধ্যে ওই সভায় ৩২ সদস্য উপস্থিত ছিলেন। ১ বছর পর অনুষ্ঠিতব্য আজকের সভায় উপস্থিত থাকবেন প্রায় ৫০ জনের মতো নেতা। যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন, সকল সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য ১২ জন এবং কার্যনির্বাহী সদস্য ১০ জন। আমন্ত্রিত প্রত্যেকের এরই মধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে। যারা নেগেটিভ হবেন তারাই সভায় যোগ দেবেন।
সূত্র জানায়, সভায় দলের সাংগঠনিক সম্পাদকরা যে যার বিভাগের বিভিন্ন দলীয় বিষয় তুলে ধরবেন। সংগঠন শক্তিশালী করার বিষয়ে সভাপতিমণ্ডলীর সদস্যরা এবং যুগ্ম সাধারণ সম্পাদকরা তাদের বক্তব্য তুলে ধরবেন। দলীয় নানা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা চাইবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ইনকিলাবকে বলেন, সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সভায় আলোচনা করা হবে। দলের সাংগঠনিক কাজের গতি বৃদ্ধি ও দলকে শক্তিশালী করার বিষয়ে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা-উপজেলা সম্মেলনের বিষয়েও নির্দেশনা দেবেন।
আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ইনকিলাবকে বলেন, করোনার কারণে আমাদের সাংগঠনিক তৎপরতা চালাতে পারিনি। দীর্ঘদিন দলের সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল। করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ার কারণে আমরা আবারও সাংগঠনিক কার্যক্রম জোরদারের জন্য কর্মপন্থা ঠিক করছি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ইনকিলাবকে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে স্থানীয় এমপিদের বাধা বেশি। অনেক এমপি দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন এবং বিদ্রোহী হয়ে জয়লাভ করেছেন এমন লোকদের নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফলে দলের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব বৈঠকে। এছাড়া এক বছর পর আমাদের কার্যনির্বাহী বৈঠক হতে যাচ্ছে। সেখানে সকল বিষয় নিয়েই আলোচনা হবে। নেত্রী এই মাসের ১৮ তারিখের দিকে যুক্তরাষ্ট্রে যাবেন। প্রায় ২০ দিন দেশে থাকবেন না। তিনি আমাদের দিকনির্দেশনা দেবেন।
এদিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের মধ্যে চলমান দ্বন্দ্ব, সহিংসতা, অস্থিরতা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়া হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই আব্দুল কাদের মির্জা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর মধ্যে চলমান সংঘর্ষ সহিংসতা নিরসন না হওয়ায় বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আওয়ামী লীগ নেতারা। দেশব্যাপী আলোচিত এ বিষয়টির কারণে দলের ইমেজ বেশ ক্ষুণ্ন হচ্ছে তবে দলের সাধারণ সম্পাদক এখানে সম্পর্কিত থাকায় কেউ কোনো কথা বলেন না এ বিষয়ে। তবে দলীয় সূত্র জানায়, এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। সম্মেলনের দিন কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৪ হাজার ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব স্থানে একেকটি জায়গায় ১০ থেকে ৪০ জন প্রার্থী রয়েছেন। যারা এরই মধ্যে দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে ভিড় করছেন। কেন্দ্রীয় নেতাদের মতে, প্রত্যেক জায়গায় কয়েকজন যোগ্য প্রার্থী রয়েছে জয়লাভ করার মতো। তারা কেউ কাউকে ছাড় দিতে চান না। বিদ্রোহী হয়ে নির্বাচন করেন। দলের একাধিক প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে ব্যাপক। তাই এবারের নির্বাচন নিয়ে বেশ চিন্তিত আওয়ামী লীগ। সহিংতা কমিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা এবং দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ।
এছাড়া ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগ, তাঁতি লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। এই সংগঠনগুলোর সম্মেলন নিয়ে আলোচনা হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।