পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
দেশটির অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রী বারবারা ভিসারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সহায়তা চান তিনি। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নেদারল্যান্ডসের রটারডেমে ডাচ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রী বারবারা ভিসারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. মোমেন। বৈঠকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষা পেতে বাঁধের প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করেন।
মন্ত্রী এ ব্যাপারে ডাচ বিশেষজ্ঞদের পরামর্শ ও সহায়তার জন্য অনুরোধ করেন। ড. মোমেন বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পানি ব্যবস্থাপনার জন্য সহায়তার প্রস্তাব দেন। ডাচ মন্ত্রী বারবারা ভিসার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। বৈঠকে তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবেন বলে সম্মত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।