Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের জন্য ল্যাব বসানো হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

দেশের নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির প্রেক্ষিতে বন্যার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকা এবং বিদেশগামী যাত্রীদের জন্য দেশের বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের জন্য ল্যাব বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচি বলেন, শেখ হাসিনা বলেন, আজকের বৈঠকে অনির্ধারিত আলোচনায় বন্যা নিয়ে আলোচনা হয়েছে। বন্যায় পানির উচ্চতা বিশেষ করে যমুনা ও পদ্মা অববাহিকায় বেড়ে যাচ্ছে। সেজন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রীকে আমন চাষে কোনো অসুবিধা হলে ট্রান্সপ্লান্ট আমনের (টি-আমন) জালা প্রস্তুত রাখতে বলেছেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রস্তুতি আছে। আশা করছি, বন্যার কারণে এ ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষিমন্ত্রী আরো জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছেন যেসব এলাকায় পানি বেড়ে যায়, বিশেষ করে গোয়ালন্দের পরে যমুনা ও পদ্মা যেখানে একসঙ্গে হয়েছে, এসব এলাকার জন্য প্রস্তুত থাকতে। কোনো এলাকায় যদি ভাদ্র মাসে পানি আসে আর বঙ্গোপসাগরে যদি জোয়ার থাকে তাহলে পানি নামতে দেরি হয়। সেক্ষেত্রে আমন চাষে কোনো অসুবিধা হলে, টি-আমন জালা প্রস্তুত রাখার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন জায়গায় (দেশ) এখন নতুন করে কন্ডিশন দেওয়া হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে (এই শর্ত) দিয়েছে। সেজন্য গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।

তিনি বলেন, এখন পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে কুইক, ইনস্ট্যান্টলি (করোনা পরীক্ষা) করতে পারবেন। আমরা বলি ৪৮ ঘণ্টা আগে টেস্ট লাগবে। আমাদের লোকেরা যে দেশে আছে, তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দেয়। যে যে দেশে যাবে তার যে রকম চাহিদা (রিকোয়ারমেন্ট) লাগবে, যাতে এয়ারপোর্ট থেকেই সে টেস্ট করে নিতে পারে।

বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকেই নির্দেশনা (ইনস্ট্রাকশন) দিয়ে দেওয়া হয়েছে। যত কুইকলি পারে দুই-তিন দিন/সাত দিন, কুইক টাইমে না হলে তো আপনি ওই দেশে যেতে পারছেন না। আমাদের আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে তিন জায়গা (বিমান বন্দর) থেকে। প্রাইমারিলি ঢাকা বিমানবন্দরে হবে কিন্তু আলোচনার মধ্যে তিনটি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর) এয়ারপোর্টই আছে। কত সময়েরে মধ্যে রিপোর্ট দিতে পারবে এমন প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা কথা বলে দেখেছি ৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।



 

Show all comments
  • Moshahed Hossain ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:২৮ এএম says : 0
    Good Initiative. Prime Minister must solve problems like these always by listening to the concerns of citizens.
    Total Reply(0) Reply
  • Duck Association ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:২৮ এএম says : 0
    আমাদের এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন
    Total Reply(0) Reply
  • Monir Hossin ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:২৮ এএম says : 0
    So nice Thanks
    Total Reply(0) Reply
  • Abdulla Dcs ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:২৮ এএম says : 0
    অভিনন্দন প্রবাসীদের পক্ষ থেকে
    Total Reply(0) Reply
  • MD Yousuf ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:২৮ এএম says : 0
    ভালো লাগলো প্রবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই
    Total Reply(0) Reply
  • Slima Munia ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৩১ এএম says : 0
    করোনা মোকাবেলায় টেকসই বিনির্মানে সৃজনশীল ধারনা উদ্ভাবনের চিন্তা নিয়ে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী যুবকদের আহ্বান জানান এবং সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে বলেন!
    Total Reply(0) Reply
  • মোঃ এনাম উদ্দিন ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৩১ এএম says : 0
    আওয়ামীলীগ ছাড়া কেউ ত্রাণ পায় না। নির্দেশ দিয়ে লাভ নাই।
    Total Reply(0) Reply
  • Md Mamun Hossain ৭ সেপ্টেম্বর, ২০২১, ১:৩২ এএম says : 0
    কেউ আবার বলবে, আমরা বন্যার চাইতেও শক্তিশালী
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৮ এএম says : 0
    আল্লাহর রহমত কামনা করা যেত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ