Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

১২ বছরের বেশি বয়সীদের টিকাদান ডব্লিউএইচওর অনুমোদন পেলে : স্বাস্থ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ২:১৩ পিএম

করোনা কিছুটা নিয়ন্ত্রণে আশার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দিতে অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দিতে অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই তাদের টিকার আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, এ মাসে আরও আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি করোনার সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ