Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যান্ডার্ড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৩ পিএম

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকের গ্রাহক ইস্টার্ন হাউজিং লিমিটেডের আফতাবনগর প্রজেক্টের সড়কের মিড আইল্যান্ডে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। সবুজায়ন ও পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের নান্দনিকতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে কৃষ্ণচ‚ড়া ও রাধাচ‚ড়া বৃক্ষের চারা রোপন করা হয়। ব্যাংকের ব্যবস্থাাপনা পরিচালক ও সিইও জনাব খন্দকার রাশেদ মাকসুদ, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাাপক মো. রমিজ উদ্দিন মিয়া, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিাত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করেন। এছাড়াও উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশব্যপী ব্যাংকের ১৩৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। কর্মসূচির উদ্বোধন শেষে রাশেদ মাকসুদ জাতীয় শোক দিবস উপলক্ষে সরকার গৃহীত পরিবেশবান্ধব কর্মসূচীকে সাধুবাদ জানান এবং তিনি বলেন, পরিবেশ রক্ষা ও আমাদের স্বাস্থ্যা সুরক্ষা সর্বোপরি আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিতকল্পে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রুপ দেওয়া প্রয়োজন।

বুধবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ট্যান্ডার্ড ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ