Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্যাগী নেতাদেরই স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেয়া হবে

রুপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

আওয়ামীলীগের যে সকল নেতাকর্মী দীর্ঘ দিন ধরে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে দলকে সুসংগঠিত করেছে সেই সব ত্যাগী নেতাকর্মীদেরই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দিবেন বলে মন্তব্যে করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়া এলাকায় আওয়ামীলীগের আলোচনা সভায় ভিডিও লাইভে মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্যে করেন। মন্ত্রী আরো বলেন, সদ্য আওয়ামীলীগে যোগ দেয়া সুযোগ সন্ধানী হাইব্রিড নেতারা আওয়ামীলীগে ঠাঁই পাবে না।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুঁইয়া, তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, গাজী গ্রæপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসরাম রফিক, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজিবসহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ