Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজউকের অভিযানে ১০ ভবন মালিককে ১১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

ডেঙ্গুর বিস্তাররোধে অভিযান পরিচলনা করে ১০টি ভবনের মালিককে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয় গত বৃহস্পতিবার। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তাররোধে এই অভিযান পরিচালিত হচ্ছে। রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, এডিস মশার বিস্তাররোধ ও নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন আটটি জোনে চারটি ভ্রাম্যমাণ আদালতসহ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৮টি নির্মিত ও ৩২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯টি নির্মিত ও ৪৮টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এতে বিভিন্ন অসঙ্গতির জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি ভবনের মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তাররোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এসময় বিøচিং পাউডার, মশার স্প্রে ও কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ