Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি কর্মকর্তারাও দুষলেন মেয়র সাদিককে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১:৩০ পিএম | আপডেট : ২:১১ পিএম, ২০ আগস্ট, ২০২১

বরিশালে সংঘটিত ঘটনাবলির বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ এ্যাডনিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভা এসোসিয়েশন এর সভাপতি জনাব কবির বিন আনোয়ার, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় এর সভাপতিত্বে ১৯ আগস্ট ২০২১, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ টায় অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে সংঘটিত ঘটনাবলি বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, “আইনের মাধ্যমেই দুর্বৃত্তদের মোকাবেলা করা হবে” এবং “আইন তার নিজস্ব গতিতে চলবে”।

বরিশালের ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা যায় যে, সরকারি কর্তব্য পালন করতে গিয়ে একজন নির্বাহী অফিসার কীভাবে রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা হেনস্থা হয়েছেন। তার বাসায় হামলা করা হয় যেখানে তার করোনা আক্রান্ত অসুস্থ পিতামাতা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই উক্ত কর্মকর্তাকে গালিগালাজ করা হয়েছে, তার বাড়ির গেট ভেঙে প্রবেশ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, তার চামড়া তুলে নেয়ার জন্য প্রকাশ্যে শ্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার দুর্বৃত্ত বাহিনী সিটি করপোরেশনের কর্মচারীদের দিয়ে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং সমস্ত জেলায় ত্রাসের রাজত্ব কায়েম
করেছে।

বাংলাদেশ এ্যাডনিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এমন কার্যকলাপের তীব্র নিন্দা জানায় এবং বরিশালের মেয়র যার অত্যাচারে সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ট সেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর হুকুমেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলে তাঁরা মনে করেন।

অতএব,বাংলাদেশ এ্যাডনিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন অবিলম্বে তার গ্রেফতার দাবী করছে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অঙ্গীকার ব্যক্ত করছে।
মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এঁর নেতৃত্বে বাংলাদেশের সরকারী কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত আস্থাবান এবং তাঁর
লালিত দেশপ্রেমের চেতনা ধারণ করে কাজ করছে। আমরা দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট থাকব, সেই সঙ্গে এইসব রাজনৈতিক দুর্বৃত্তকে আমরা আইনের মাধ্যমেই মোকাবেলা করব এবং আইনের শাসনের মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় সে ব্যাপারে সকলেই অঙ্গীকারবদ্ধ এবং কোন পরিস্থিতিতেই তারা সেই পথ থেকে বিচ্যুত হবে না।

সংবাদ সম্মেলনে আরো বলা হয় মেয়র সাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে । নির্বাহী অফিসার দুর্বৃত্তদের দ্বারা হেনস্থা ও তার বাসায় হামলাকারীদের কেউ ছাড় পাবে না । এবং এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় ।



 

Show all comments
  • Kawser Shoaib Kaiser ২০ আগস্ট, ২০২১, ৩:০১ পিএম says : 0
    দুষলে লাভ কি হবে। শর্ষেই তো ভুত।যারা এগুলো বললেন তারাও ধোয়া তুলশী পাতা নন। তাদের কারনেই দুবৃত্তরা এতদুর এগিয়েছে।
    Total Reply(0) Reply
  • Sarder Boni Amin ২০ আগস্ট, ২০২১, ৮:৪৬ পিএম says : 0
    রাজনৈতিক নেতাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, না হয় এ রকম চলতেই থাকবে। প্রবাদ আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড।
    Total Reply(0) Reply
  • Rownakul ২১ আগস্ট, ২০২১, ১২:২৫ এএম says : 0
    অতিরিক্ত ক্ষমতার বড়াই দেখাতেই এই অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি। তবে একজন উপজেলা র্নিবাহী কর্মকর্তার সুরক্ষার দায় সরকারের। তিনি উক্ত উপজেলা সরকারি আদেশে জনগণের সেবায় নিয়জিত তার ব্যক্তিগত উদ্দেশ্যে সাধনে নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ