Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত স্কুল খোলার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৪:২৭ পিএম | আপডেট : ৪:৩৭ পিএম, ১৮ আগস্ট, ২০২১

কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থিত এক সচিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব বলেন, আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থার কথা বলেছিলাম। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয় দ্রুত সময়ে স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ, শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। তারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

সভায় সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে। আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। এখন দেশের জন্য আপনাদের দেওয়ার পালা। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স আনতে হবে। কোনভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সচিব সভায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) চ্যালেঞ্জ, ডেল্টা প্ল্যান, সবার জন্য টিকা নিশ্চিতকরণ, খাদ্য নিশ্চিতে গবেষণা, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে সমন্বয় নিয়ে আলোচনা হয়।, কৃষি যান্ত্রিকীকরণ নিয়েও সভায় আলোচনা হয়। প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নে সচিবদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

Show all comments
  • মোঃজয়নুল ইসলাম ১৮ আগস্ট, ২০২১, ৫:১১ পিএম says : 0
    কলেজ খুলে দিয়ে আমাদের শ্রেনীক্ষে ফিরে যেতে দেন।আমাদের পড়ালেখা নষ্ট দিকে যাচ্ছে।
    Total Reply(0) Reply
  • md:shakil ১৮ আগস্ট, ২০২১, ৫:৪৬ পিএম says : 0
    স্বাস্থ্যবিধি মেনে চলে দ্রুত স্কুল কলেজ খুলে দিলে,আমাদের জন্য অনেক ভালো হবে।
    Total Reply(0) Reply
  • Nasir ১৮ আগস্ট, ২০২১, ৫:৫০ পিএম says : 0
    Good; মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ; আগামী মাসের 1 তারিখের মধ্যে সকল স্কুল, কলেজ খুলে দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা পরিবেশ ফিরিয়ে দিন। শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • জামাল আহমদ ১৮ আগস্ট, ২০২১, ৭:০৮ পিএম says : 0
    ধন্যবাদ প্রধানমন্ত্রীকে
    Total Reply(0) Reply
  • SN Nurul Islam Taj ১৮ আগস্ট, ২০২১, ৭:১৬ পিএম says : 0
    স্বাস্থ্যবিধি মেনে খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যবস্থা করেন। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার কারনে হাজারো ছাএ-ছাএী পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাই, সরকারের নিকট আমাদের আকুল আবেদন দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার ব্যবস্থা করবেন।
    Total Reply(0) Reply
  • TAYEBUR RAHMAN ১৮ আগস্ট, ২০২১, ৮:৩২ পিএম says : 0
    মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ