Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:৫১ পিএম

দীর্ঘ চার বছর পর সচিব সভা শুরু হয়েছে। রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।

সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে সচিব সভা অনুষ্ঠিত হয়। চার বছর পর গত ৪ জুলাই সচিব সভা হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ পরিস্থিতি জটিল হওয়ায় ওই সভা স্থগিত করা হয়। বিধিনিষেধ তুলে দেওয়ায় আজ সচিব সভা শুরু হয়েছে।

সচিবদের নিয়ে প্রতিবছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিব সভা করার এই রীতি প্রতিবছরই পালিত হয়। কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়। তবে এবার প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় সভার গুরুত্ব বেড়েছে।

এবারের সভার জন্য খাদ্য নিরাপত্তা; করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা; সরকারি খাতের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ; প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা; ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিবিধ বিষয়কে কেন্দ্র করে এজেন্ডা তৈরি হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ