Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার বছর পর সচিব সভা আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘদিন পর আগামী ১৮ আগস্ট সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভায় সাতটি এজেন্ডা রাখা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিবে হবে সরকার এমন সিদ্ধান্ত প্রত্যাহার চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সভায় উপস্থিত থাকবেন। সচিব সভার প্রস্তুতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে বৃহস্পতিবার একটি সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ওই সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসেব দিবে হবে সম্প্রতি সরকার এমন সিদ্ধান্ত দিয়েছে। দেশের সরকারি কর্মর্কতাদের যখন বাড়ন্ত তখন সরকারে এ রকম সিদ্ধান্ত আমলারা কিছুটা হলেও উদ্বিগ্ন। এটা বন্ধ করার জন্য কর্মকর্তারা সরকারের সাথে দরকার করেছেন বলেও সূত্রে জানা গেছে।

চার বছর পর গত ৪ জুলাই সচিব-সভা হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ওই সভা স্থগিত করা হয়। এর আগে সবশেষে ২০১৭ সালের জুলাইয়ে সচিব সভা হয়। এবারের সভায় সাতটি এজেন্ডা রাখা হয়েছে। এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা, কোভিড-১৯ পরবর্তী উত্তরণ এবং অর্থনীতিকে সুসংহত রাখার জন্য করণীয়। আরও রয়েছে, আর্থিক বিধিবিধান অনুসরণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে আলোচনা এবং বিবিধ প্রশাসনিক বিষয়। সচিব-সভার প্রস্তুতিমূলক সভায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। এছাড়া সাত এজেন্ডার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যপত্র তৈরির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সভায় কে, কী বিষয়ের ওপর বক্তব্য দেবেন এর ওপর আলোচনা করা হয়। এবারের সভায় করোনাকালের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কাজের পরিকল্পনার ওপর জোর দেওয়ার কথা রয়েছে। করোনাকালে স্থানীয় জনপ্রতিনিধিরা কি কি কাজ করেছেন সেগুলোও আলোচনায় থাকতে পাবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত অফিস আদেশে করোনা মহামারি মোকাবিলায় ৬৪ জেলায় ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আদেশে বলা হয়েছে, জেলা পর্যায়ে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয়ে ৬৪ জন সিনিয়র সচিব ও সচিবকে ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব ও সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয় বা বিভাগ বা দফতর বা সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন। এ বিষয়ে আলোচনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ