Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে স্বামীর হাতে খুন দুই গৃহবধূ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

 নগরীর চান্দগাঁও থানার মোহরায় এবং জেলার লোহাগাড়ায় দুই গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ জানায়, নগরীর মোহরার ওয়াসা বালুঘাটা এলাকায় রোকসানা আকতারকে (৪০) শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে। থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর আলম (৪৩) পলাতক রয়েছেন। রোকসানার বাবার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। রোকসানার আগের ঘরের দুই শিশু সন্তান রয়েছে। জাহাঙ্গীরের সাথে এটি তার দ্বিতীয় বিয়ে। গতকাল রোকসানার পিতা-মাতার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে লোহাগাড়া উপজেলার কলাউজান বাংলাবাজার মিয়াজী পাড়ায় মিনু আরা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী আবদুল জব্বার। নিহতের পরিবারের দাবি তাকে স্বামী এবং তার পরিবারের সদস্যরা মিলে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে। মিনু এক সন্তানের জননী। তিনি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের মেইচ্ছ্যা ঝিরি এলাকার আবুল হাশেমের কন্যা। ছয় বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ