Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল্য সংশোধনে শেয়ারবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। সবকটি মূল্য সূচকের পতনের সঙ্গে দরপতন হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। তবে ব্যাংক ও আর্থিক খাত বা লিজিং প্রতিষ্ঠানগুলো দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে। আর্থিক খাতের শতভাগ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। আর ব্যাংক খাতের ৮৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

এই দুই খাত দাম বাড়ার ক্ষেত্রে এমন দাপট দেখানোর ফলে বড় পতনের হাত থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার। অপরদিকে মূল্য সূচকের পতনে বড় ভ‚মিকা রেখেছে খাদ্য, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি ও ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলো। আগেরদিন সোমাবর এই খাতগুলোর বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও গতকাল এই খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৭টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে একটির। বাকি তিনটির দাম অপরিবর্তিত রয়েছে। আর আর্থিক খাতের ২৩টির মধ্যে ২২টির শেয়ারের দাম বেড়েছে। বাকি একটির শেয়ার লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অপরদিকে খাদ্য খাতের ২০টি কোম্পানির মধ্যে ৬টি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪টির। বস্ত্র খাতের ২৪টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৩২টির।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ১৮টির দাম কমেছে। ওষুধ খাতের কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯টির এবং দাম কমেছে ২১টির। এর ফলে ব্যাংক ও আর্থিক খাতের প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পরও ডিএসইতে সব খাত মিলে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২২৩টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৭ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৯৯ কোটি ৩৪ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো’র শেয়ার। কোম্পানিটির ১৬৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১০৪ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, অ্যাপোল ইস্পাত, ইসলামিক ফাইন্যান্স, মালেক স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, এমএল ডাইং ও জিপিএইচ ইস্পাত।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৬টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ