Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার চতুর্থ ঢেউ ডেলটায় মৃত্যু বাড়ছে

আফ্রিকা-পশ্চিম এশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

পশ্চিম এশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই চতুর্থ ঢেউয়ের কারণ ভারতে পাওয়া করোনার ডেলটা রূপ।
পশ্চিম এশিয়ার ২২টি দেশের মধ্যে ইরান, ইরাক এবং আফ্রিকার তিউনিসিয়া ও লিবিয়াসহ ১৫টি দেশেই করোনার এই ডেলটা রূপের সন্ধান পাওয়া গেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে ডব্লিউএইচও জানিয়েছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের কেউই টিকা নেননি।
গত বৃহস্পতিবার জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক দফতর বলেছে, গত চার সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ার দেশগুলোতে গড়ে প্রতি সপ্তাহে ৩ লাখ ১০ হাজার মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন। সপ্তাহে গড়ে মৃত্যু হচ্ছে সাড়ে তিন হাজারের কাছাকাছি। ইতোমধ্যে করোনার ডেলটা রূপের প্রভাবে পশ্চিম এশিয়ায় চতুর্থ ঢেউ উদ্বেগ বাড়িয়েছে।
সংক্রমণের এই পরিসংখ্যান ৫৫ শতাংশ এবং মৃত্যু সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছিল তারা। গতকাল শুক্রবার পশ্চিম এশিয়ায় ডব্লিউএইচও-এর আঞ্চলিক প্রধান চিকিৎসক আহমদ আল মান্ধারি বলেন, ‘পশ্চিম এশিয়ায় আমরা এখন করোনার চতুর্থ ঢেউয়ের কবলে।’
ডব্লিউএইচও জানিয়েছে, টিকাকরণের ক্ষেত্রে গাফিলতিই পশ্চিম এশিয়ায় করোনার এই চতুর্থ ঢেউয়ের কারণ। তাদের কথায়, করোনার টিকা সংগ্রহ আর মজুত করার ক্ষেত্রে এই দেশগুলো যতটা আগ্রহ দেখিয়েছে ততটা টিকাকরণে দেখায়নি। পশ্চিম এশিয়ায় ৪ কোটি ১০ লাখ মানুষের টিকাকরণ হয়েছে। যা মোট জনসংখ্যার মাত্র সাড়ে পাঁচ শতাংশ। সূত্র : ফ্লিপবোর্ড ডটকম, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ