পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। গত বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দত্তেরকান্দি এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে দত্তের কান্দি এলাকায় খেলাধুলা নিয়ে শিশু শুভকে মারধর করে প্রতিবেশি কাদির মিয়ার পরিবারের লোকজন। এ নিয়ে সকালেই শুভ’র দাদা নজরুল ইসলামের সঙ্গে কাদির মিয়ার বাকবিত-া হয়। এক পর্যায়ে রাতে উভয়পক্ষের মাঝে ফের বাকবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষ কাদির মিয়া, রাশেদ, রুবেল, রোমান, রানা, নয়নসহ অন্তত ১৫ থেকে ২০ জন ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নজরুল ইসলামের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বাঁধা দিতে গেলে নজরুল ইসলামসহ ছেলে আল সাউদ, সোহেল, ফখরুল আহাম্মেদ, স্ত্রী সোবেতারা বেগম, ভাতিজা শাকিল ও ইকবাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। পরে নজরুল ইসলামের লোকজনও পাল্টা হামলা চালায়। হামলায় কাদির মিয়ার পক্ষের রোমান, রানাসহ আরো ৪ জন আহত হন। এসময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয়পক্ষের আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।