Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্সিজেন সঙ্কটে বাড়ছে মৃত্যুর সংখ্যা

জেলা-উপজেলা করোনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

দেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন দীর্ঘ হচ্ছে। মৃত্যুর পাশাপাশি শনাক্তের সংখ্যায়ও তৈরি হচ্ছে নতুন রেকর্ড। সেই সঙ্গে উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে অনেকের। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে আইসিইউ স্বল্পতার পাশাপাশি অক্সিজেন সংকটে প্রাণহানি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনা সংক্রমণ শনাক্তে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ৩১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার এক হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হওয়ার খবর দিয়েছিল সিভিল সার্জন অফিস। গতকাল মারা গেছেন আরও ১৭ জন। চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে সর্বোচ্চ তিন হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৩৭ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮৫৮ জন এবং বাকি ৪৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১০ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরে স্বাস্থ্য জটিলতায় মারা গেছে আরও দুইজন। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে করোনা ইউনিটে এই ১৭ জনের মৃত্যু হয়।
খুলনা ব্যুরো জানায়, খুলনার ৪টি করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ১৬ জনের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জন রয়েছেন।
সিলেট ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় সিলেটে মারা গেছেন আরও ১২জন। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৬৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৬৬০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ৩১৪ জনে। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, এ মুহুর্তে জেলা ও মহানগরীতে সিনোফার্মা ও মর্ডানার প্রথম ডোজ দেয়া হচ্ছে।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ৮জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে ৫জন মারা গেছেন। জেলার দু’টি হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। জেলায় ৫০২ নমুনায় নতুন করে আরও ১১২জন শনাক্ত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন গতকাল অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এ সব তথ্য জানান।
চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, চাহিদার অর্ধেক অক্সিজেন সরবরাহ থাকায় চাঁদপুরে অক্সিজেন নিয়ে চলছে হাহাকার। ২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চলছে টানাহেঁচড়া। এসব কারণে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৮ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে ১০ রোগীর মৃত্যু ঘটেছে। তীব্র অক্সিজেন সংকটের কথা স্বীকার করে সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, মাত্রাতিরিক্ত রোগী বেড়ে যাওয়ায় এবং ভর্তিকৃত প্রায় সবার অক্সিজেন প্রয়োজন হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া দূরহ হয়ে পড়েছে। প্রতিদিন কমপক্ষে ৬০০ লিটার অক্সিজেন প্রয়োজন। ইউনিসেফ এর উদ্যোগে চাঁদপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে বসানো লিকুইড অক্সিজেন প্লান আগামী সপ্তাহে চালু হলে অক্সিজেন সংকটের সমাধান সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ফরিদপুর জেলা সংবাদাতা জানান, ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে গত ৭২ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে আরও ১৫৬ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩২৬ জনের।
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে নতুন করে ১৭৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়ায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৪১২৮জন। এ ছাড়াও নতুন করে ২ জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭৮জন।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে একই পরিবারের আপন ভাই-বোন সহ ৪ জন ও উপসর্গ নিয়ে ১ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৯১ জন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৯৯ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫৩০ টি নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৩ দশমিক ৫৮ ভাগ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাসের নমুনা দিতে গিয়ে হোসনে হুর বেগম (৭১) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হোসনে হুর বেগম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদী উপজেলায় আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৭৪৮ জনের সংগ্রহীত নমুনায় উল্লেখিত সংখ্যক ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কটিয়াদী উপজেলায় দিন দিন বাড়ছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগী। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই সবচেয়ে বেশি। জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আশঙ্কাজনকহারে জ্বরের রোগী বেড়েছে। সর্বশেষ উপজেলায় ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা জানান, নেছারাবাদ করোনা আক্রান্ত হয়ে উপজেলা হাসপাতালে আইসোলেশনে ভর্তি থাকা জবেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ