Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্যশস্য মজুদের রেকর্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

দেশে খাদ্যশস্য মজুতের রেকর্ড করতে যাচ্ছে সরকার। গত মে মাসেও যেখানে সরকারি খাদ্যশস্যের মজুত একদম তলানিতে ছিল সেখানে আগামী দুই মাসের মধ্যে সরকারি গোডাউনে খাদ্যশস্য রাখার জায়গা থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের নেতৃত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের উদ্যোগের কারণে খাদ্যশস্য মজুতের এ রেকর্ড হচ্ছে বলে জানা গেছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে সিএসডি ও এলএসডি গোডাউনে বর্তমান ধারণক্ষমতা ২০ লাখ টন। চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে ইতোমধ্যেই ৬ লাখ মেট্রিক টন চাল, আড়াই লাখ মেট্রিক টন ধান এবং এক লাখ মেট্রিক টন গম সংগৃহীত হয়েছে। গত কয়েক মাসে বিদেশ থেকে আমদানি করা হয়েছে প্রায় ৯ লাখ টন চাল গম। আরও ৫ লক্ষাধিক টন চাল বিদেশ থেকে আসার অপেক্ষায় আছে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে বোরো সংগ্রহ অভিযান, এই সময়ের মধ্যে আরো ৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য অভ্যন্তরীণভাবে সংগ্রহের আশা করছে খাদ্য অধিদপ্তর। বর্তমানে সরকারি খাদ্যগুদামে মোট মজুতের পরিমাণ ১৪.২৫ লাখ মেট্রিক টন। আগস্ট শেষে এ মজুত দাড়াবে প্রায় ২৪/২৫ লাখ মেট্রিক টন। ফলে সরকারি গোডাউনে খাদ্যশস্য মজুতের আর কোন জায়গা পাওয়া যাবে না।

খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, গত বছর অভ্যন্তরীণ সংগ্রহ অভিযানে সংগ্রহ মূল্য বাজার মূল্যের তুলনায় কম হওয়ায় সংগ্রহ কার্যক্রম সফল হয়নি। যে কারণে সরকারি নিরাপত্তা মজুত তলানিতে চলে এসেছিলো। তবে এই মৌসুমে সংগ্রহ মূল্য ৪০ টাকা নির্ধারণ করার ফলে চাল সংগ্রহ সংগ্রহ অভিযান সফল হওয়ার পথে।
এ বিষয়ে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান ইনকিলাবকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামী দুই মাসের মধ্যে দেশের সরকারি খাদ্য শস্যের মজুত গোডাউনের ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাবে। একজন মানুষও যেন ক্ষুধার্ত না থাকে, খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সেই দিক বিবেচনায় আমরা ন্যায্য মূল্যে ধান-চাল সংগ্রহ করছি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ