পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড ঢাকার বিভিন্ন জায়গায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা ও সার্জিক্যাল ফেস মাস্ক বিতরণ করেছে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের সহায়তায় ও ঢাকা রাউন্ড টেবিল এর আয়োজনে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও গুলশানে সাধারণ মানুষের মাঝে গেটওয়েল ব্র্যান্ডের মাস্ক বিতরণ করা হয়। রোববার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহাখালী বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে মানুষকে দূরে রাখতে এবং সচেতনতার প্রসার ঘটাতে এ ধরনের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গেটওয়েল এর ব্র্যান্ড ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, গেটওয়েল লিমিটেড বিভিন্ন ধরনের মেডিকেল সরঞ্জাম উৎপাদন করে থাকে। শুরু থেকেই গেটওয়েল সর্বদাই বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে। এটি তারই একটি ধারাবাহিকতার অংশ। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ট্রাফিক পরিদর্শক আসাদুজ্জামান ও ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান সাকিব মাহমুদসহ গুলশান ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।