পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। সংক্রমণ ও মৃত্যু হার ভয়াবহ অবস্থা বিরাজ করছে। জেলা-উপজেলা গুলোতে করোনা ছড়াচ্ছে বিপদজনক হারে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনা সংক্রমণ কমছে না। নতুন করে আরো দুই হাজার ৪৩৮ নমুনা পরীক্ষায় ৭৬৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরো ছয় জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৫৬৮ জন এবং বাকি ১৯৭ জন বিভিন্ন উপজেলার।
খুলনা ব্যুরো জানায়, খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে একজন মিলে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩ জন। যার মধ্যে রেড জোনে ৮৭ জন, ইয়ালো জোনে ৩৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩১ জন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ২ জন, নওগাঁ ২ জন, কুষ্টিয়ার ২ জন এবং পাবনার ১ জন আছেন।
রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৮৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ হাজার ৮৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৭৪ জনের। এরমধ্যে ৫১ হাজার ৩০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২২ হাজার ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৭৩৮ জন, নওগাঁ ৫৬০৪ জন, নাটোর ৫৮৭৭ জন, জয়পুরহাট ৪০১৯ জন, বগুড়া জেলায় ১৭ হাজার ২৪৬ জন, সিরাজগঞ্জ ৬৮৪৪ জন ও পাবনা জেলায় ৮৬৮৪ জন। মৃত্যু হওয়া ১১৭৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ২১২ জন, চাঁপাইনবাগঞ্জে ১২৯ জন, নওগাঁ ১১৪ জন, নাটোর ৯৬ জন, জয়পুরহাট ৪৬ জন, বগুড়া ৫০২ জন, সিরাজগঞ্জ ৪৩ জন ও পাবনায় ৩২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৫ হাজার ৯০৯ জন।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০জন সহ মারা গেছেন ১৭ জন। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গে আরও ১০জন মারা গেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৯৪টি নমুনা পরীক্ষায় ১৬৯জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪দশমিক ২১ শতাংশ।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘন্টায় ৮৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে বরিশাল মহানগরীতেই ৩৩৪ জনসহ বরিশাল জেলায়ই আক্রান্ত ৪০৯। এসময়ে পটুয়াখালী, ঝালকাঠী ও ভোলাতে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় আক্রান্ত ৮৯১ জনের মধ্যে বরিশালই শীর্ষে। এ সময়ে জেলাটিতে এ যাবতকালের সর্বোচ্চ ৪০৯ জন শনাক্ত হয়েছে। যারমধ্যে মহানগরীতেই ৩৩৪ জন। গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল পিরোজপুরে, ১৪০ জন। খুলনা-বাগেরহাট সীমান্তের এ জেলাটিতে এসময়ে ২৯৪ জনের নমুনা পরিক্ষায় উল্লেখিত সংখ্যক করোনা পজিটিভ শনাক্ত হয়।
পটুয়াখালীতেও একদিনে শনাক্তের সংখ্যা একশ অতিক্রম করল। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ১৬৭ জনের নমুনা পরিক্ষায় ১২৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ২১৪ জনের নমুনা পরিক্ষায় ৯১ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১১ হাজার ৪৮ জনের নমুনা পরিক্ষায় মোট সনাক্তের সংখ্যা ৩ হাজার ৪১১।
বরগুনাতেও গত ২৪ ঘণ্টায় ২০২ জনের নমুনা পরিক্ষায় ৬৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ভোলাতেও গত ২৪ ঘন্টায় ১৯০ জনের নমুনা পরিক্ষায় ৬২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৫৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৩ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে গত ১২ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৫৮টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১.৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪‘শ ৯ জনের শরিরে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩ হাজার শত ৬২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭২ জন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ জেলায় রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ধামইরহাটউপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ১১৪ জন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নাটোরের ৪ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৯ জন।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন রোগী মারা গেছেন। রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এনিয়ে সাতক্ষীরা জেলায় করোনা উপসর্গে মারা গেছেন ৫৫৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় সোমবার (১৯ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৮৩৭ টি নমুনা পরীক্ষার রির্পোটে ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৬ দশমিক ৬৪ ভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।