Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়েই চলেছে করোনার দাপট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সারা দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী। কোথাও কোথাও রোগীর চাপে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ রিপোর্ট-

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮০২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮১৯ জনে এবং শনাক্ত ৬৯ হাজার ৩৫৭ জন। বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় ৮০২ জনের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের হার ৩১ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৪৫২ ও উপজেলার বাসিন্দা ৩৫০ জন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ এবং ২ জন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। এছাড়াও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও ৮ জন। গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে নাটোরের ২ জন, নওগাঁর ১, পাবনার ১ ও মেহেরপুরের ১ জন। এদিন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৭৫ জনের।
বরিশাল ব্যুরো জানান, নমুনা পরীক্ষা বৃদ্ধির সাথে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো বাড়ল। প্রতিদিনই এ অঞ্চলে মৃত্যুর মিছিল ক্রমশ লম্বা হচ্ছে। গতকাল শুক্রবার দুপুর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলাতে আরো ৫ জনের মৃত্যুর সাথে এ অঞ্চলে ২ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষায় ৫৩৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩ জনই নারী।
সিলেট ব্যুরো জানায়, করোনার দাপট কেবল বাড়ছে সিলেটে। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯ জন সিলেটে। গত বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন এলাকায় মৃত্যু হয় এই ৯ জনের। একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৮৪ জনের দেহে। এছাড়া ওই সময়ে সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন ২৪৩ জন রোগী হয়ে উঠেছেন সুস্থ। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন করোনা আক্রান্ত রোগী।
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। এ সময়ে বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৭ জনের। এর আগে গত বৃহস্পতিবার বিভাগে ৪৭ জনের মৃত্যু ও ১ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৭ জন, যশোর ও মেহেরপুরে ৪ জন করে, নড়াইলে ৩ জন, বাগেরহাটে ও ঝিনাইদহে দু’জন করে এবং চুয়াডাঙ্গা একজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৫৩৭ জন।
কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান, করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়।
রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৪৫ জন রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে মৃতের সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ বেড়েই চলেছে নারায়ণগঞ্জে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ও একজন সোনারগাঁও এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিন বেড়েই। করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুও ভাড়ছে। সরকারি সর্বশেষ তথ্য অনুয়াযায়ী মৃত্যু ৪২ জনের জানানো হলেও এর সংখ্যা কয়েকগুন বেশি হবে। অধিকাংশ বাড়িতে করোনার উপসর্গ জ¦র, কাশি, স্বাসকষ্ট, ডায়রিয়া রোগী রয়েছেন। করোনার টেষ্টে অনেকেই হাসপাতালে যাচ্ছেন না।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চিকৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। নওগাঁর ডেপুটি সিভিলসার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যু এবং আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ১১০জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ