Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

ঢাকায় রাশিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। ঢাকার রাশিয়ার দূতাবাস গতকাল শুক্রবার জানায়, আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুল হকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
রাশিয়ার দূতাবাস সূত্রে আরো জানা গেছে, ১৯৫৫ সালে আলেক্সান্ডার ভি মান্টিটস্কি জন্মগ্রহণ করেন। তিনি এর আগে আফগানিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ভারত, নেপাল, পাকিস্তানের রাশিয়ার মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, এর আগে ঢাকায় তিন বছর দায়িত্ব পালন শেষে বিদায় নেন রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটভ।###

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ